আচমকা ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ, ক্ষোভ উগরে দিলেন অনেকেই

Main দেশ রাজ্য রেল
শেয়ার করুন

  • রেল ইতিমধ্যে হেল্প লাইন খুলেছে। নম্বরগুলি হল- ০৩৩-২৬৪১১৬৬১/০৩৩-২৬৪১৩৬৬০/০৩৩-২৬৪০২২৪১/০৩৩-২৬৪০২২৪২/০৩৩-২৬৪০২২৪৩।    
  • তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

Published on: জানু ৪, ২০২০ @ ২৩:১৬

এসপিটি নিউজ, বর্ধমান, ৩ জানুয়ারি:  বহু প্রাচীন বর্ধমান স্টেশনের ভবনের একাংশ শনিবার আচমকা ভেঙে পড়ল। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তবে অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন কিন্তু বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে থেকে রক্ষা পেয়েছে। যদিও এই দুর্ঘটনার কারণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং প্রাক্তন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী।

ডিআরএম যা বললেন

ডিআরএম ঈশা খান জানিয়েছেন- তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এখানে যদি কারও কাজে গাফিলতি থেকে থাকে, কারও যদি কোনও গাফিলতি থাকে তবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক নম্বর প্ল্যাটফর্ম কিছু সময়ের মধ্যেই খুলে দেওয়া হবে।

মন্ত্রী স্বপন দেবনাথ কেন্দ্রের বিজেপি সরকারকেই কটাক্ষ করলেন

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনমিত শর্মা জানিয়েছেন, আজ রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমান রেল স্টেশনের সামনের দিকের ভবনের একটা অংশ ভেঙে পড়ে। এই ঘটনায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে যান পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। আসেন জেলার পুলিশ সুপার, জেলাশাসক। মন্ত্রী স্বপন দেবনাথও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি এসেছেন।একই সঙ্গে এমন ঘটনা ঘটার জন্য তিনি মূলত কেন্দ্রের বিজেপি সরকারের দিকেই আঙুল তোলেন। বলেন- কয়েকদিন আগে দেখি এই স্টেশনের ভবন রঙ করা হয়েছে। বাইরে রঙ থাকলে কি হবে, ভিতর যে খোবলা। যেমনটা কেন্দ্রের বিজেপি সরকার। বাইরেটা অনেক কিছু কিন্তু ভিতরটা খোবলা।

প্রাক্তন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী ও জানালেন ক্ষোভ

প্রাক্তন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীও একই সুরে কেন্দ্রের বিজেপি সরকারকেই এই ঘটনার জন্য দুষলেন। তিনি বলেন-“এই ধরনের পুরনো স্টেশনগুলো রক্ষনাবেক্ষনের জন্য রেল কোনও টাকা বরাদ্দ করে না। বলে টাকা নেই। আর তা না লরার জন্যই আজ এমনটা ঘটল। রেল এখন বেসরকারিকরণ করার পথে হাঁটছে। বলছে টাকা নেই। তাই ভাড়া বাড়াচ্ছে। মানুষ বেশি ভাড়া দিতে রাজী আছে। কিন্তু রেল কি তাদের কথা ভাবছে? যদি ভাবতো তাহলে এ ধরনের ঘটনা ঘটত না।

আহত দু’জন

ঝাড়খণ্ড থেকে বর্ধমান স্টেশনে এসেছিলেন হোপনা টুডু। তিনি তার মেয়ের কাছে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথেই এমন কান্ড ঘটে গেল। হাসপাতালে শুয়ে জানালেন সেকথা। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মুখেও বেরিয়ে এল ক্ষোভ। প্রত্যেকেই রেলের উদাসীনতা ও অবহেলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন।রাতেই ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার ডিআরএম ঈশা খান।

রেল ইতিমধ্যে হেল্প লাইন খুলেছে। নম্বরগুলি হল- ০৩৩-২৬৪১১৬৬১/০৩৩-২৬৪১৩৬৬০/০৩৩-২৬৪০২২৪১/০৩৩-২৬৪০২২৪২/০৩৩-২৬৪০২২৪৩।

Published on: জানু ৪, ২০২০ @ ২৩:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =