AIR ARABIA: আজ রাত থেকেই কলকাতা থেকে আবু ধাবি হয়ে কায়রো উড়ান চালু

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১, ২০২৪ at ২১:৩৫
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১ এপ্রিল:  আবারও কলকাতার বিমানযাত্রীদের জন্য সুখবর নিয়ে এল এয়ার আরাবিয়া। কলকাতা থেকে আবু ধাবি হয়ে মিশরের রাজধানী কায়রো যাত্রার উড়ান পরিষেবা চালু হল। আজ ১ এপ্রিল রাত ১টা ৩৫ মিনিটে কলকাতা থেকে এয়ার আরাবিয়ার প্রথম উড়ানটি যাত্রা শুরু করছে। এয়ার আরাবিয়া এক বিজ্ঞপ্তি দিয়ে এখবর জানিয়েছে।

Read More News: 

AIR ARABIA: কলকাতা-আবু ধাবি উড়ান পরিষেবা সপ্তাহে তিনদিন

কলকাতায় এয়ার আরাবিয়ার প্রতিনিধি প্রসেনজিৎ বসু জানিয়েছেন, ১৩টি শহর প্যান  অন্ডিয়া থেকে আবু ধাবি হয়ে কায়রোর উড়ান আজ ১ এপ্রিল থেকেই চালু হচ্ছে। এর ফলে কলকাতার বহু মানুষ এমনকি, পূর্ব ভারতের নানা প্রান্তের মানুষ যারা কায়রো যেতে চান তাদের খুব সুবিধা হবে। এখন থেকে তারা কলকাতা থেকেই ভায়া আবু ধাবি হয়ে সোজা কায়রো পৌঁছে যেতে পারবেন।

এজন্য অবশ্য যাত্রীদের দু’বার ফ্লাইট বদল করতে হবে। কলকাতা থেকে আবুধাবি গিয়ে সেখান থেকে আবার আর একটি ফ্লাইটে চেপেই কায়রো পৌঁছতে হবে। তবে এক টিকিটেই তারা যেতে পারবেন।

কলকাতা থেকে আবু ধাবি যাওয়ার জন্য সপ্তাহে তিন দিন উড়ান থাকছে- সোম, বুধ ও শনিবার। তবে আবু ধাবি থেকে কায়রো যাওয়ার জন্য উড়ান থাকছে মাত্র দু’দিন- সোম ও শনিবার। কলকাতা থেকে ফ্লাইট নম্বর  3L167 উড়ান রাত ১টা ৩৫ মিনিটে ছেড়ে আবু ধাবি পৌঁছবে ভোর ৫টা ৩৫মিনিটে। আবার আবু ধাবি থেকে ফ্লাইট নম্বর 3l422 উড়ান সকাল ৮টা৩৫ মিনিটে ছেড়ে বেলা ১০টা ২৫ মিনিটে কায়রো পৌঁছবে।

কায়রো থেকে ফ্লাইট নম্বর 3L425 উড়ান রাত ২টো ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৮টা ১০ মিনিটে আবু ধাবি পৌঁছবে। আবু ধাবি থেকে ফ্লাইট নম্বর 3L166 উড়ান সন্ধ্যা ৬টা৫৫মিনিটে ছেড়ে  রাত ১২টা ৫০ মিনিটে কলকাতা পৌঁছবে। কায়রো থেকে ভায়া আবু ধাবি হয়ে কলকাতা আসার উড়ান অবশ্য বৃহস্পতি, শুক্র ও রবিবার থাকছে।

Published on: এপ্রি ১, ২০২৪ at ২১:৩৫


শেয়ার করুন