তৃতীয় দেশে ভ্রমণের জন্য NOC লাগবে

Main দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: মার্চ ৩১, ২০২৪ at ২২:০০

এসপিটি নিউজ, কলকাতা, ৩১ মার্চ:  সমস্ত ভারতীয় নাগরিকদের নেপাল থেকে তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস থেকে একটি NOC প্রয়োজন।এমনই নির্দেশ জারি করেছে নেপালে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস।

NOC ইস্যু করার জন্য নিম্নলিখিতগুলি প্রয়োজন:

  1. আসল পাসপোর্ট (ছবির কপি সহ)
  2. ভারতীয় দূতাবাস, কাঠমান্ডু দ্বারা জারি করা আসল ভারতীয় নিবন্ধন শংসাপত্র (ছবির কপি সহ)
  3. ফ্লাইট টিকিট এবং বৈধ ভিসার কপি;
  4. দুটি পাসপোর্ট আকারের ছবি;
  5. আবেদনকারীকে অবশ্যই ব্যক্তিগতভাবে নথি জমা দিতে হবে তৃতীয় দেশে যাওয়ার অন্তত তিন কার্যদিবস আগে;
  6. এনওসি ইস্যু করার জন্য কনস্যুলার ফি হিসাবে NPR 2940/ জমা করতে হবে।

তবে নেপাল হয়ে ভারতীয় বিমান যাত্রীদের ট্রানজিট (অভিবাসন পরিষ্কার করবেন না) এর জন্য একটি NOC প্রয়োজন হয় না।সেটাও দূতাবাস পরিষ্কার করে দিয়েছে।

ভারতীয় দূতাবাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি)-র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি বলেছেন- দেরীতে হলেও এটা করা হল। ভালোই হয়েছে। এর ফলে নেপাল থেকে এতদিন যারা অবলীলায় তৃতীয় কোনও দেশে চলে যেত তা এবার বন্ধ হবে। নিশ্চয়ই তেমন কোনও ঘটনা ঘটেছে , আর তাই ভারতীয় দূতাবাসকে এই সিদ্ধান্ত নিতে হল। এর ফলে অনৈতিক কাজ যার মধ্যে পাচারের মতো অপরাধমূলক বিষয়ও রয়েছে তা এবার রোধ করা সম্ভব হবে।

Published on: মার্চ ৩১, ২০২৪ at ২২:০০


শেয়ার করুন