সোমবার রাজভবনে মমতার মন্ত্রিসভার শপথ, ৪৩ মন্ত্রীর মধ্যে নতুন মুখ অনেক-দেখে নিন তালিকা

Main ভোট সংবাদ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ৯, ২০২১ @ ২৩:৩৮

এসপিটি নিউজ, কলকাতা, ৯ মেঃ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শপথগ্রহণ আগামিকাল। পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৪জন। এরমধ্যে বেশ কিছু নতুন মুখ আছেন। যার মধ্যে উল্লেখযোগ্য মধ্যগ্রামের বিধায়ক রথীন ঘোষ, হাওড়া জেলার পুলক রায় প্রমুখ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন ১০ জন। যার মধ্যেও আছেন নতুন মুখ হিসাবে বেশ কয়েকজন। এছাড়াও প্রতিমন্ত্রী হচ্ছেন মোট ন’জন।

এবারার মন্ত্রিসভায় পুরনো প্রায় সব মন্ত্রীদেরই রেখে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে রাখা হয়েছে অমিত মিত্রকেও। যিনি অসুস্থতার কারণে এবার ভোটে দাঁড়াননি। পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছে তাঁর নামও। তবে এবার এই তালিকায় উঠে এসেছে আরও একটি নাম- সবংয়ের বিধায়ক মানস ভুইঞা। যিনি ২০১১ সালের তৃণমূলের প্রথম মন্ত্রীসভায় সেচ দফতরের দায়িত্ব সামলেছিলেন। এবারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর তালিকায় আরও যে উল্লেখযোগ্য নাম তা হল মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষের। যিনি পাঁচ বারের বিধায়ক। ২০১১ সাল থেকে মধ্যমগ্রামের মানুষের দাবি ছিল তাদের বিধায়ক যেন মন্ত্রিসভায় স্থান পায়। কিন্তু পরপর দু’বার সরকার গঠন করলেও তখন জায়গা হয়নি রথীন ঘোষের। এবার তাই মধ্যমগ্রামবাসী অপেক্ষায় ছিল যে বিপুল ভোতে জয়ী রথীন ঘোষ স্থান পান কিনা। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পূর্ণমন্ত্রীর তালিকাতেই স্থান দিয়েছে।১৩নম্বরে রয়েছে রথীন ঘোষের নাম।

নতুন মন্ত্রিসভার তালিকায় জায়গা পেয়েছেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর, অখিল গিরি, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ চন্দ্র অধিকারী, মনোজ তেওয়ারী।

এবার দেখে নিন তালিকা

পূর্ণমন্ত্রী
  • ১) সুব্রত মুখোপাধ্যায়
  • ২) পার্থ চট্টোপাধ্যায়
  • ৩) অমিত মিত্র
  • ৪) সাধন পান্ডে
  • ৫) জ্যোতিপ্রিয় মল্লিক
  • ৬) বঙ্কিম চন্দ্র হাজরা
  • ৭) মানস রঞ্জন ভুইঞা
  • ৮) সৌম্যেন কুমার মহাপাত্র
  • ৯) মলয় ঘটক
  • ১০) অরূপ বিশ্বাস
  • ১১) উজ্জ্বল বিশ্বাস
  • ১২) অরূপ রায়
  • ১৩) রথীন ঘোষ
  • ১৪) ফিরহাদ হাকিম
  • ১৫) চন্দ্রনাথ সিনহা
  • ১৬) শোভন্দেব চট্টোপাধ্যায়
  • ১৭) ব্রাত্য বসু
  • ১৮) পুলক রায়
  • ১৯) ড. শশী পাঁজা
  • ২০) মহম্মদ গুলাম রব্বানী
  • ২১) বিপ্লব মিত্র
  • ২২) জাভেদ আহমেদ খান
  • ২৩) স্বপন দেবনাথ
  • ২৪) সিদ্দিকুল্লাহ চৌধুরী
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত
  • ১) বেচারাম মান্না
  • ২) সুব্রত সাহা
  • ৩) হুমায়ুন কবীর
  • ৪) আখিল গিরি
  • ৫) চন্দ্রিমা ভট্টাচার্য
  • ৬) রত্না দে নাগ
  • ৭) সন্ধ্যারানী টুডু
  • ৮) বু লু চিক বরাইক
  • ৯) সুজিত বোস
  • ১০) ইন্দ্রনীল সেন
প্রতিমন্ত্রী
  • ১) দিলীপ মন্ডল
  • ২) আখ্রুজ্জামান
  • ৩) শিউলি সাহা
  • ৪) শ্রীকান্ত মাহাত
  • ৫) সাবিনা ইয়াস্মিন
  • ৬) বীরবাহা হাঁসদা
  • ৭) জ্যোৎস্না মান্ডি
  • ৮) পরেশ চন্দ্র অধিকারী
  • ৯) মনোজ তেওয়ারী

Published on: মে ৯, ২০২১ @ ২৩:৩৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

69 − = 59