AIR ARABIA: কলকাতা-আবু ধাবি উড়ান পরিষেবা সপ্তাহে তিনদিন

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১৩, ২০২৪ at ২৩:৪৭

এসপিটি নিউজ: সপ্তাহে তিনদিন কলকাতা-আবু ধাবি উড়ান পরিষেবা চালু। এর ফলে যাত্রীরা উপকৃত হবেন। যেভাবে ইদানীংকালে কলকাতা থেকে আবু ধাবি যাওয়ার জন্য যাত্রীদের আধিক্য বেড়ে যাওয়ায় বিভিন্ন এয়ার লাইন কোম্পানি তাদের নিজস্ব উড়ান পরিষেবা সময়ের নিরীখে বাড়িয়ে নিয়েছে।

এয়ার আরবিয়া এক বিজ্ঞপ্তিতে তাদের এই উড়ান পরিষেবার কথা জানিয়েছে। কলকাতায় এয়ার আরবিয়ার প্রতিনিধি প্রসেনজিৎ বসু জানিয়েছেন, এখন থেকে সপ্তাহে তিনদিন ধরে চলবে এই পরিষেবা।

যেভাবে কলকাতা থেকে যাত্রী চাহিদা বেড়ে চলেছে সেই কথা মাথায় রেখেই এয়ার আরবিয়া উড়ান পরিষেবা বাড়িয়ে দিল। এখন থেকে কলকাতা থেকে আবু ধাবি সপ্তহে তিনদিন ধরে চলবে উড়ান। সোম, বুধ ও শনিবার কলকাতা থেকে 3L167 (ফ্লাইট নম্বর) এয়ার আরবিয়ার উড়ান রাত ১টা ৩৫ মিনিটে ছেড়ে ভোর ৫টা ৩৫মিনিটে আবু ধাবি অবররণ করবে।

আবার মঙ্গল, শুক্র ও রবিবার আবু ধাবি থেকে 3I166 (ফ্লাইট নম্বর) এয়ার আরবিয়ার উড়ান সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে ছেড়ে রাত ১২টা ৫০ মিনিটে কলকাতায় অবতরণ করবে।

টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি এয়ার আরবিয়ার এই পরিষেবাকে স্বাগত জানিয়েছেন। তিনি এসপিটি-কে জানিয়েছেন- এর ফলে কলকাতার প্যাসেঞ্জারদের চাহিদা অনেকটাই পূরণ হবে। ইদানীংকালে যেভাবে কলকাতা থেকে ইউএই যাওয়ার জন্য যাত্রীদের মধ্যে উড়ানের চাহিদা বেড়েছে তাতে নিঃসন্দেহে এয়ার আরবিয়া সেই চাহিদা অনেকাংশে পূরণ করতে সক্ষম হবে।

Published on: মার্চ ১৩, ২০২৪ at ২৩:৪৭


শেয়ার করুন