মেদিনীপুরের ৮ ‘গান-পাগল’ যুবকের “সুজন বন্ধু” শোনাবে জঙ্গলমহলের গান

Main দেশ বিনোদন রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

এসপিটি নিউজ, কলকাতাঃ ‘গান-পাগল’ ওরা আটজন। গানই ওদের জীবন। গানই ওদের প্রেম। মেদিনীপুরেই ওদের বাস। জঙ্গলমহল ওদের টান। যেখানে ছড়িয়ে আছে অনেক প্রচলিত-অপ্রচলিত গান। এখন সেই গানকে সারা বাংলায় ছড়িয়ে দেওয়াই ওদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই ওরা আজ এক জোট হয়েছে। মিলিয়েছে হাতে হাত। মিলিয়েছে গলা। আজ কলকাতা প্রেস ক্লাবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে ওরা একত্রিত হয়েছিল। আর সেখানেই নবরূপে আত্মপ্রকাশ করলো “সুজন বন্ধু”।

প্রখ্যাত লোকশিল্পী সনজিত মন্ডলের গৌরবময় উপস্থিতিতে “কলিকালের ভোলানাথ” শিরোনামে একটি গাজনের গান গেয়ে শুরু হল “সুজন বন্ধু”-র পথ চলা।এই গানটির সামগ্রিক পরিকল্পনা করেছেন মুম্বইয়ের​ বহু হিন্দি সিরিয়ালের সঙ্গীতশিল্পী ও সুরকার রোহিত চক্রবর্তী।দলে রয়েছেন মেদিনীপুরে সঙ্গীতপ্রেমী তরতাজা যুবক দীপঙ্কর,বুলন, অনিরূদ্ধ,তপেন্দু, সাগ্নিক, প্রসেনজিৎ,রবি কর্মকাররা।সংগীত শিল্পী দীপঙ্কর জানান, জঙ্গলমহলের প্রচলিত ও বহু অপ্রচলিত গানকে কলকাতা সহ সারা বাংলায় ছড়িয়ে দেওয়াই তাঁদের দলের মূল লক্ষ্য। “। “কলিকালের ভোলানাথ” গানটি দিন কয়েক মধ্যেই​ ইউ টিউবে পাওয়া যাবে। দীপঙ্করবাবু আরো জানান আগামী পূজায় রোহিত চক্রবর্তী ও অন্যান্য গুনী শিল্পী দের সহযোগিতায় বেশ কয়েকটি গান নিয়ে তাঁদের গানের অ্যালবাম প্রকাশিত​ হবে।ছবি- রামপ্রসাদ সাউ


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =