স্বচ্ছ ভারত, ক্যাশলেস ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার নামে চলছে আর্থিক বিপর্যয়ঃ তোপ শুভেন্দুর

অর্থ ও বাণিজ্য রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল                                                                 ছবি-বাপন ঘোষ

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ০০:৪০

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বরঃ সমবায় ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন-স্বচ্ছ ভারত, ক্যাশলেস ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার নামে চলছে আর্থিক বিপর্যয়।

শুভেন্দু অধিকারী বলেন, স্বাধীনতার ৭১টি বছর আমরা অতিক্রম করলাম। অথচ আজও দেশের মানুষকে আমরা সচেতনতার দিশা দেখাতে পারিনি। এখনও আমরা অন্ধ কুসংস্কারকে হাতিয়ার করে দেশের উন্নয়নে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে আছি। কেন্দ্রের দিশাহীন অর্থনৈতিক সংস্কার, নোটবন্দি, জিএসটি, টাকার অবমূল্যায়ন, পেট্রোপন্য সহ অত্যাবশ্যকীয় সামগ্রীর দৈনন্দিন আকাশছোঁয়া মুল্যবৃদ্ধি সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায় আন্দোলনকে হাতিয়ার করে বাংলাকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, গ্রামাঞ্চলে সমবায় ব্যাঙ্কগুলি সাধারণ মানুষের অর্থনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে চলেছে।

এদিন মেদিনীপুর শহরে জেলাপরিষদের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের সাতচল্লিশতম বার্শিক সাধারণ সভায় উপস্থিত হয়েছিলেন ব্যাঙ্কের চেয়ারম্যান তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শু্ভেন্দু অধিকারী। সেখানেই নিজের ভাষণে তিনি কথাগুলি বলেন।

এদিনের অনুষ্ঠানে নাবার্ডের আর্থিক সহযোগিতায় ব্যাঙ্কের একটি ভ্রাম্যমাণ এটিএম মোবাইল ভ্যানেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ০০:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 11 = 16