মঞ্চ ভাঙা নিয়ে একপ্রকার “নাটক” মঞ্চস্থ হয়ে গেল

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ০১:০৯

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ নতুন ভবন নির্মাণের দাবিতে শিলিগুড়ি মহকুমা আদালতের আইনজীবীরা মঞ্চ বেঁধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের মঞ্চ যে জায়গায় করা হয়েছে তা অবৈধ বলে জেলাশাসক ভেঙে ফেলার নির্দেশ দেন। তাঁর নির্দেশ পেয়েই প্রশাসন মঞ্চ ভেঙে দেয়। এরপর পরিস্থিতি জটিল আকার নেয়। প্রশ্নের মুখে পড়ে শেষে জেলাশাসক আইনজীবীদের ফের মঞ্চ করে দেওয়ার আশ্বাস দেন।ফলে মঞ্চ ভাঙা আবার তা করে দেওয়ার আশ্বাস দিয়ে রীতিমতো একপ্রস্থ “নাটক” মঞ্চস্থ হয়ে গেল শিলিগুড়িতে।

গত কয়েক বছর ধরেই শিলিগুড়ি মহকুমা আদালতের নতুন ভবন নির্মাণ করার দাবিতে আন্দোলন চলছিল। সেইমতো গত সপ্তাহের প্রথম থেকে সেখানে একটি মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভ শুরু করেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা৷ শনিবার দিনের বেলায় সেই মঞ্চে বিক্ষোভ কর্মসূচি চলে। কিন্তু অভিযোগ, রাত বাড়তেই আগাম কোনও নোটিস ছাড়াই জেলা প্রশাসনের নির্দেশে পূর্ত দফতর ভেঙে দেয় আন্দোলনের সেই মঞ্চটি৷ খবর ছড়িয়ে পড়তেই আদালতের আইনজীবীরা পৌঁছন আদালত চত্বরে ভেঙে দেওয়া আন্দোলনের মঞ্চস্থলে৷

পূর্ত দফতরের দুই আধিকারিককে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। পাল্টা অভিযোগ, তাদের জুতো পর্যন্তও দেখানো হয়। ভাঙচুর চালানো হয় একটি গাড়িতে। উত্তেজনা ছড়িয়ে পড়তেই খবর পৌঁছয় জেলাশাসকের কাছে। খবর যায় থানাতেও। পরে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে দু’জন আধিকারিককে উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন জেলাশাসক জয়সী দাশগুপ্ত। এরপর আন্দোলনকারীরা তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন।যদিও তিনি প্রথমে বলেন, মঞ্চ যেখানে করা হয়েছে তা অবৈধ। তাই তিনি সেটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। একথা শুনে আইনজীবীরা তাঁকে প্রশ্ন করেন, তাহলে তা রাতের অন্ধকারে কেন ভেঙে দেওয়া হল? এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। তখন তিনি আইনজীবীদের মঞ্চ তৈরি করে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এখন প্রশ্ন উঠছে কেনই বা তিনি মঞ্চ ভাঙার নির্দেশ দিলেন আবার কেনই বা আবার তা করে দেওয়ার আশ্বাস দিলেন। সত্যিই মঞ্চ ভাঙা নিয়ে এক “নাটক” মঞ্চস্থ হয়ে গেল শিলিগুড়িতে।

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ০১:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

60 − 56 =