ওড়িশার নন্দনকানন জুওলজিক্যাল গার্ডেন থেকে শীঘ্রই নিয়ে আসা হবে এক জোড়া সিংহ
Published on: আগ ১০, ২০২৪ at ২০:২৮
এসপিটি নিউজ, কলকাতা, ১০ আগস্ট: আজ আলিপুর চিড়িয়াখানায় উদযাপিত হয়েছে বিশ্ব সিংহ দিবস। সেখানে চিড়িয়াখানার ডাইরেক্টর শুভঙ্কর সেন গুপ্ত দারুন খবর দিয়েছেন। তিনি বলেছেন ওড়িশার জুওলজিক্যাল গার্ডেন থেকে এক জোড়া সিংহ নিয়ে আসা হবে শীঘ্রই। আর সেটা হবে চিড়িয়াখানার দর্শকদের জন্য সবচেয়ে আনন্দের খবর।
আজ ১০ আগস্ট ছিল বিশ্ব সিংহ দিবস। সেই উপলক্ষে কলকাতায় আলিপুর জুওলজিক্যাল গার্ডেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে দিনটি। আলিপুর জুলজিক্যাল গার্ডেনের ডিরেক্টর শুভঙ্কর সেন গুপ্ত জানিয়েছেন যে এদিন চিড়িয়াখানা ব্যবস্থাপনার উপর সংক্ষিপ্ত আলোচনা, চিড়িয়াখানার কর্মীদের দ্বারা চিড়িয়াখানার ইতিহাস পর্যালোচনা করা হয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বায়ত্তশাসিত) মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন বিভাগের শিক্ষার্থীরা ফটোগ্রাফি এবং অঙ্কন প্রোগ্রামে অংশগ্রহণ করে।
দর্শনার্থীদের জন্য একটি স্পট কুইজের আয়োজন করা হয়। তাদের জন্য লজেঞ্জ এবং সিংহের মুখোশ বিতরণ করা হয়।
এই দিনেই আলিপুর জুলজিক্যাল গার্ডেনের ডিরেক্টর শুভঙ্কর সেন গুপ্ত জানিয়েছেন দারুন খবরটি। তিনি বলেন- বিশ্ব সিংহ দিবসের প্রাক্কালে আলিপুর চিড়িয়াখানা নন্দনকানন জুওলজিক্যাল পার্ক ওডিশা থেকে এশিয়াটিক সিংহ বিনিময়ের জন্য সেন্ট্রাল জু অথোরিটির (CZA) থেকে অনুমতি পেয়েছে। শীঘ্রই এক জোড়া সিংহ আসবে এখানে।
Published on: আগ ১০, ২০২৪ at ২০:২৮