মা-মাটি-মানুষ এখন তোলাবাজি, স্বজন-পোষণ আর ভাইপোরাজে পরিবর্তিত হয়েছে- মেদিনীপুরে অমিত শাহ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১৯, ২০২০ @ ২১:৫২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: আজ মেদিনীপুরে বিজেপির জনসভায় তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে তোপ দাগেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন বাংলায়          মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এখন তা তোলাবাজি, স্বজন-পোষণ আর ভাইপোরাজে পরিবর্তিত হয়ে গেছে।কোটি কোটি বাঙালিকে কেন্দ্রের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে দিদি। বাংলার মানুষের দিকে তাঁর কোনও খেয়াল নেই। এখন তাঁর নজর শুধু একটাই- কবে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবেন!

অমিত শাহ বলেন- “এখন দিদি খালি বলে বেড়াচ্ছেন যে বিজেপি দলবদল করাচ্ছে। আমি দিদিকে জিজ্ঞাসা করতে চাই- আপনি যখন তৃণমূল কংগ্রেস বানিয়েছিলেন সেইসময় আপনার মূল দল কি ছিল? কংগ্রেস থেকে বেরিয়ে এসেই তো আপনি তৃণমূল করেছিলেন। তখন আপনি কংগ্রেস থেকে নেতা-কর্মীদের নিয়ে আসেননি? আজ যখন ভাই শুভেন্দু আপনার অন্যায়, শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার দল ছেড়ে মোদিজির সাথে মিলেছে তখন আপনি এসব কথা বলছেন। দিদি, ভোট যত এগিয়ে আসবে, দেখবেন আপনি ততই একলা হয়ে পড়ছেন। ”

এরপর অমিত শাহ তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে বলেন- এই দলটা মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল, আর এখন তা তোলাবাজি, স্বজন-পোষণ আর ভাইপোরাজে পরিবর্তিত হয়েছে। কেন্দ্র যা কিছু পাঠায় তা আর মানুষের কাছে পৌঁছয় না। মোদিজি এ রাজ্যের গরিবের জন্য সবজি পাঠিয়েছিল, আর তা লুঠ করে নিল তৃণমূলের লোকজনেরা। এ রাজ্যের মানুষের প্রতি তার কোনও চিন্তা নেই। তার এখন একটাই চিন্তা কবে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবো!

তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি বাংলায় জিতবে না। লোকসভার সময়ও একই কথা শোনা গেছিল। কিন্তু সেসময় বাংলার মানুষ বিজেপিকে ফেরায়নি। দিলীপ ঘোষের সভাপতিত্বে এবং  মোদিজির নেতৃত্বে আমরা বাংলায় ১৮টি আসন জিতেছি। এবারের পরিস্থিতি আরও মজবুত। তাই এবার আমি জোর দিয়ে বলছি, বাংলায় বিজেপি ২০০-র বেশি আসনে জিতবে।

Published on: ডিসে ১৯, ২০২০ @ ২১:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 32 = 36