ক্ষমতায় এলে বাংলায় কি পরিবর্তন- রোড-শো’এ জানালেন অমিত শাহ

দেশ রাজ্য
শেয়ার করুন

‘আজকের মতো রোড-শো আগে কখনও দেখিনি’- বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Published on: ডিসে ২০, ২০২০ @ ১৮:২১

এসপিটি নিউজ, বোলপুর, ২০ ডিসেম্বর:   গত ১০ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনে এই প্রথম সবেচেয়ে বড় রোড-শো আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। আজ বীরভূম জেলার বোলপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড-শো’এ উঠল গেরুয়া ঝড়। শান্তিপূর্ণভাবেই হল এই রোড-শো। বিজেপি কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মানুষজনও। আশপাশের বাড়ির ছাদ থেকে ছোঁড়া হল ফুল। সাম্প্রতিক কালে আমনকি গত লোকসভা ভোটের সময়ও বাংলায় বিজেপি’র রোড-শোএ এত বিপুর লোকের সমাগম দেখা যায়নি। আর তাই এদিনমিত শাহ বলেই দিলেন- ‘আজকের মতো রোড-শো আগে কখনও দেখিনি।’

রবিবার ছুটির দিন বোলপুর শহরের ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত বিজেপ’র এই মেগা র‍্যালি রোড-শো হয়। ফুল দিয়ে সাজানো গাড়িতেই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষও। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান্ন, গুজরাট, মধ্যপ্রদেশ সহ অন্য অনেক রাজ্যেই ভারতীয় জনতা পার্টির বড় বড় রোড-শো হয়েছে। কিন্তু বাংলায় এমন বড় মাপের রোড-শো দেখে রীতিমতো হতবাক শুধু নয় উচ্ছ্বসিতও বিজেপি’র এই শীর্ষ নেতা। আর তাই সেই উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে তিনি তো বলেই দিলেন- ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ থাকার সময় আমি বহু রোড-শো দেখেছি, আয়োজন করেছি এবং অংশ নিয়েছি। কিন্তু আজ আপনাদের বলতে চাই যে আজকের মতো রোড-শো আমি আগে কখনো দেখিনি।

অমিত শাহ বলেন- “আজ যে এখানে এত মানুষের ঢল তা হল- নরেন্দ্র মোদিজির প্রতি আস্থা ও বিশ্বাসের নিদর্শন। আর বাংলার মানুষের মমতা দিদির প্রতি ক্ষোভের প্রকাশ। এবার দিদি! ভোটের ময়দানে দেখবেন পদ্মফুলের রমরমা। বাংলার মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন কোনও এক ব্যক্তির পরিবর্তন নয়, তৃণমূল কংগ্রেস সরকারের পরিবর্তে ভারতীয় জনতা পার্টির সরকার বানানোর পরিবর্তন নয়। এ পরিবর্তন হল বাংলার উন্নয়ন আর বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তন। এ পরিবর্তন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করার পরিবর্তন। এ পরিবর্তন রাজনৈতিক হিংসাকে সমাপ্ত করার পরিবর্তন। এই পরিবর্তন তোলাবাজি বন্ধ করার পরিবর্তন। এই পরিবর্তন সুভাষবাবুর স্বপ্নের বাংলা গড়ার পরিবর্তন। যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে সেখানে সেই রাজ্য উন্নয়নের পথে হাঁটছে।য়াপনারা কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস সবাইকে সুযোগ দিয়েছে। এবার পাঁচ বছরের জন্য ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন। দেখবেন আমরা বাংলাকে সোনার বাংলা গড়ব।”

Published on: ডিসে ২০, ২০২০ @ ১৮:২১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2