কবে থেকে চলবে লোকাল ট্রেন, নবান্নে আজকের বৈঠকে কি ঠিক হল

Main রাজ্য রেল
শেয়ার করুন

Published on: নভে ৪, ২০২০ @ ১৯:৫৪

এসপিটি নিউজ:  রাজ্যে শহর ও শহরতলীতে লোকাল ট্রেন চালু করা নিয়ে আজ ফের একটি বৈঠক হল নবান্নে। বৈঠকে কিভাবে কখন কত সংখ্যায় ট্রেন চালানো হবে তা নিয়ে রাজ্য সরকার ও রেল কর্তাদের মধ্যে আলোচনা হয়। কবে থেকে লোকাল ট্রেন চালানো হবে তা নিয়েও চলে আলোচনা। সকলেরই একটাই প্রশ্ন, কবে থেকে চলবে লোকাল ট্রেন।

এদিনের বৈঠকে রেল কর্তারা তাদের পরিকল্পনার কথা বিস্তারিতভাবেই রাজ্য সরকারকে জানান। স্থির হয়েছে সামাজিক দূরত্ব বিধি মেনেই পরিষেবা চালু করা হবে। তবে তা কিভাবে তা নিয়েও চলে আলোচনা। এমনকি, রেল তাদের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা সম্পর্কেও রাজ্যকে অবহিত করেন। প্রশ্ন উঠেছে, করোনার আবহে, সমস্ত বিধি মেনে কিভাবে সুষ্ঠুভাবে লোকাল ট্রেন চালানো হবে? তা নিয়েও দুই পক্ষ আলোচনা করে।

অফিস টাইমে পর্যাপ্ত ট্রেন চালানোর আবেদন রাজ্যের

এদিনের বৈঠকে উল্লেখযোগ্য দিক হল- রাজ্যের পক্ষে রেলের কাছে অফিস টাইমে পর্যাপ্ত ট্রেন চালানোর আবেদন।সেখানে বলা হয়েছে- অফিস টাইমে যাতে পর্যাপ্ত ট্রেন চালানো হয়। তবে দিনের বাকি সময় কত ট্রেন চালাবে তা রেল ঠিক করবে। এই পরিস্থিতিতে প্রাথমিক ভাবে যা ঠিক হয়েছিল অর্থাৎ 10-15 শতাংশ ট্রেন চালানোর কথা তা এই নিরীখে কিছুটা বাড়তে পারে।

সাময়িক টাইমটেবিল প্রকাশ করবে রেল

আজকের বৈঠকে স্থির হয়েছে কবে থেকে ট্রেন চলবে তা রেল কর্তারা ঠিক করবে। আগামীকাল ফের নবান্নে আর এক প্রস্থ বৈঠক হতে চলেছে। মনে করা হচ্ছে, সেই বৈঠকের শেষেই হয়তো লোকাল ট্রেন চালানোর দিনক্ষণ ঘোষণা করা হবে।আর তার আগে রেল সাময়িক টাইম টেবিল প্রকাশ করবে। এদিনের বৈঠকে রাজ্যের পক্ষে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ পুলিশের পদস্থ কর্তা এবং পূর্ব রেল ও দক্ষণ-পূর্ব রেলের পদস্থ কর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Published on: নভে ৪, ২০২০ @ ১৯:৫৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1