‘একেনবাবু’র পরিচালক জয়দীপ মুখার্জি সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন হিংলাজ দন রত্নুর সঙ্গে

Main দেশ বিনোদন ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ৫, ২০২৩ @ ১৬:৫৭

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৫ জুন:   রাজস্থান বাঙালিদের কাছে বরাবরই খুবই পছন্দের জায়গা। তার উপর আবার সোনারকেল্লা খ্যাত জয়শলমীর তো আছেই। কিন্তু গোটা জয়শলমীরকে বাঙালির কাছে একেবারে নতুন মোড়কে আকর্ষনীয় করে তোলার ক্ষেত্রে পরিচালক জয়দীপ মুখার্জীর প্রশংসা না করে পারছি না। এই প্রতিবেদকের এখনও পর্যন্ত ‘দ্য একেন- রুদ্ধশ্বাস রাজস্থান’ ছবিটি দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। কিন্তু রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা আরটিডিসি-র সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখার সুবাদে জানতে পেরেছি যে ‘একেনবাবু’র চিত্র পরিচালক জয়দীপ মুখার্জীর কাজকে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীরা তারিফ করতে শুরু করে দিয়েছেন।ইতিমধ্যে একবার কলকাতায় রাজস্থান সরকারের অফিসে ঘুরে যাওয়ার পর দ্বিতীয়বার পরিচালক জয়দীপ মুখার্জী সস্ত্রীক কলকাতায় রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গেলেন।

রাজস্থানের স্মারক দিয়ে স্বাগত ভবানী মুখার্জীকে

সহধর্মিনী ভবানী মুখার্জীকে সঙ্গে নিয়ে জয়দীপ মুখার্জী রাজস্থান সরকারের আধিকারিক হিংলাজ দন রত্নুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করে যান। কলকাতায় রাজস্থান সরকারের প্রতিনিধি হিসাবে দায়িত্বরত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নু রাজস্থানের স্মারক তুলে দিয়ে পরিচালকের স্ত্রী ভবানী মুখার্জীকে স্বাগত জানান।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নু জানালেন শতকোটি নমন

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নু এসপিটি-কে জানান- জয়দীপদার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই তার সঙ্গে এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে সত্যজিৎ রায়ের সোনারকেল্লা ছবির পর দীর্ঘদিন বাদে একেনবাবু ছবিটি রাজস্থানের জয়শলমীরকে এক নয়া মাত্রা এনে দিয়েছে। মানুষ এখন নতুন করে আবার জয়শলমীর যাওয়ার পরিকল্পনা করতে শুরু করেছে। এটা আমাদের রাজস্থান সরকার থেকে রাজস্থানের মানুষ হিসাবে খুবই আনন্দের ও গর্বের বিষয় হয়ে উঠেছে। একটা সিনেমা একটা জায়গাকে যে কত জনপ্রিয় করে তুলতে পারে জয়দীপদা সে্টা দারুনভাবে প্রমাণ করে দিয়েছেন।এজন্য জয়দীপদাকে শতকোটি নমন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই তার সুযোগ্য স্ত্রী ভবানী মুখার্জীকেও। তিনি নিজেও একজন বড় মাপের শিল্পী। অভিনেত্রী। এমন মানুষের উপস্থিতিতে আমরা অভিভূত।

একেনবাবু দেখেই এলেন বুকিং করতে, বললেন সহকারী নেহা

কলকাতায় রাজস্থান অফিসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রত্নুর সহকারী নেহা চ্যাটার্জীর মুখেও শোনা গেল পরিচালক জয়দীপ মুখার্জীর প্রশংসা।রীতিমতো উচ্ছ্বসিত হয়ে নেহা বলেন- একেনবাবু সিনাটি এত ভালো হয়েছে, আপনাকে বলে বোকজানো যাবে না।আপনি শুনলে চমকে উঠবেন যে ‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’ সিনেমাটি দেখে সিনেমা হল থেকে বেরিয়ে সোজা আমাদের অফিসে চলে এসেছেন একজন মহিলা। এসে বলেছেন- আমি রাজস্থান ঘুরতে যাব। অবশ্যই জয়শলমীর। আজই বুকিং করতে চাই। আমি এর আগে জয়শলমীর গেছি। কিন্তু একেনবাবু দেখার পর আমি ফের একবার জয়শলমীর ঘুরে আসতে চাই। এই উদাহরণ দিয়ে নেহা বলেন- তাহলে ভাবুন, মানুষের কাছে সিনামাটা কত ভালো লেগেছে। আসলে এই সিনেমায় জয়শলমীর ষরটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। তার উপর রহস্য আছে। কমেডি আছে। দুর্দান্ত লেগেছে আমার কাছে।

রাজস্থান ভ্রমণে বিশেষ করে পর্যটনে এই সিনেমা এক নতুন মাত্রা যোগ করেছে নিঃসন্দেহে।

Published on: জুন ৫, ২০২৩ @ ১৬:৫৭


শেয়ার করুন