মাওবাদীদের পুড়িয়ে দেওয়া সেই পুলিশক্যাম্প-এর জায়গাতেই পুলিশের “উৎসর্গ”

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                ছবি-বাপন ঘোষ

Published on: মে ২৯, ২০১৮ @ ২০:৪২

এসপিটি নিউজ, শালবনি, ২৯মেঃ সময় বদলে যায়। দিন কেটে যায়। কিন্তু থেকে যায় মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রেরণা। আর তাই একদিন যে পুলিশ আক্রান্ত হয়েছিল মাওবাদীদের হাতে আজ সেই পুলিশই করল “উৎসর্গ”। জনসংযোগ রাখতে তারা সেই শালবনি ব্লকের কলাইমুড়ি গ্রামের অভিশপ্ত জায়গাতেই পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ এমনই এক সেবামূলক অনুষ্ঠান পালন করল।

আজ থেকে প্রায় সাত বছর আগে ২০১১ সালের আগে কলাইমুড়ি গ্রামের এই জায়গাতেই মাওবাদীরা হামলা চালিয়েছিল। গোটা পুলিশ ক্যাম্পে তারা আগুন লাগিয়ে দিয়েছিল সেদিন। দাউদাউ করে জ্বলে পুড়ে খাক হয়ে গেছিল সেই পুলিশ ক্যাম্প।

সময় আজ বদলে গেছে। আজ মাওবাদীরা নেই। কিন্তু সেই গ্রাম আছে। আছে সেখানকার মানুষজনও। আজ সেখানে গড়ে উঠেছে গেস্টহাউস। ফিরে এসেছে শান্তিও। আর সেইসব মানুষদের সঙ্গে নিয়ে পুলিশ করল “উৎসর্গ” অনুষ্ঠান।এমন উদ্যোগ নিয়েছিল শালবনি থানা। যেখানে তারা আয়োজন করেছিলেন রক্তদান শিবির থেকে শুরু করে দুস্থ মানুষদের বস্ত্র দান, বৃক্ষরোপন, প্রতিবন্ধী মানুষদের সাহায্য প্রদানের মতো আরও অনেক কিছু।এসবই হয়েছে জনসংযোগ রক্ষা করার জন্য। আর মানুষও পুলিশের এই উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছে।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সহ অনেকেই।

Published on: মে ২৯, ২০১৮ @ ২০:৪২

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 15 = 21