গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল নেতা ও তার আত্মীয়

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-বাপন ঘোষ

Published on: মে ২৯, ২০১৮ @ ২১:২৫

এসপিটি নিউজ, লালগড়, ২৯ মেঃ কি সাংঘাতিক অভিযোগ শাসক দলেরই এক নেতার বিরুদ্ধে। তাও আবার সেই লালগড়ে। যে জায়গায় বাম আমলে উন্নয়নের ছোঁয়া না লাগায় মাওবাদীদের দখলে চলে গেছিল। সিপিএম নেতার বাড়ি ভাঙচুর করেছিল জনতা। বার সেই জায়গায় শাসক দলের নেতা কাঠগড়ায় দাঁড়াল। সরাসরি সেই নেতা নিজের নামে জমি আত্মসাত না করলেও তিনি যে সরকারী আধিকারিককে জোড় পূর্বক ওই জমি তাঁর আত্মীয়র নামে লিখিয়ে নিয়েছেন সেই অভিযোগ কিন্তু উঠেছে। আর তারই জেরে মঙ্গলবার স্থানীয় বাসিনাদারা বিক্ষোভ দেখালেন।

অভিযোগ, দমকলের জন্য চিহ্নিত জমি নিজের নামে পাট্টা করে নিয়েছেন লালগড় তৃ্ণমূল ব্লক সভাপতির আত্মীয় জয় পন্ডা। লালগড়ের বিট অফিসের কাছে ভিলেজ সংলগ্ন এলাকায় দমকলের জন্য চিহ্নিত হয়েছে জায়গাটি।কিন্তু, এদিন সেখানে দমকলের কাজ শুরু করতে গেলে ঠিকাদারদের বাধা দেয় লালগড় তৃনমূল ব্লক সভাপতির ওই আত্মীয়।আর তারপরই পরিস্থিতি জটিল আকার নেয়।

ব্লক সভাপতি ও তার আত্মীয়র বিরুদ্ধে পাল্টা রুখে দাঁড়ায় কয়েক হাজার মানুষ।তাদের প্রশ্ন, নিজের জমি থাকা সত্বেও কিভাবে সরকা্রি জমি হাতিয়ে দমকলের স্থান পরিবর্তনের চেষ্টা চলছে? এই প্রশ্ন তুলে বিডিও,  বিএলআরও-কে ঘেরাও করেন বাসিন্দারা। ক্যামেরার সামনে কোন কথা না বললেও বিএলআরও স্বীকার করে নেন, “নেতার কথাতে বাধ্য হয়েই তাঁকে ওই জমি পাট্টা দিতে হয়েছে।”

সরকারি কাজে বাধা দানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে গ্রামের মানুষজন।ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন  পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত বন আধিকারিক পুরবী মাহাতো সহ পদস্থ বন আধিকারিকরা। আসেন  বিনপুর ১ ব্লক ভূমি সংস্কার আধিকারিককও। বাসিন্দারা সরাকারি আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন।

Published on: মে ২৯, ২০১৮ @ ২১:২৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =