শহরতলির লোকাল ট্রেন চালু করতে রাজ্যের কাছে এবার অনুমতি চাইল পূর্ব রেল

Main কোভিড-১৯ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: জুন ১৩, ২০২১ @ ২১:২৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ জুন:  এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে লোকাল ট্রেন পরিষেবা।এর মধ্যে রাজ্যে করোনা সংক্রমণের হার কমতে থাকায় শহরতলির লোকাল ট্রেন চালু করার জন্য রাজ্যের কাছে অনুমতি চাইল পূর্ব রেল।

সূত্রের খবর, গত ৬ মে থেকে বন্ধ রয়েছে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা। করোনার দ্বিতীয় ঢেউ-এর প্রকোপে রাজ্যজুড়ে কার্যত লকডাউন-এর পরিস্থিতি শুরু হয়। সেই পরিস্থিতিতে তখন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা।বর্তমানে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে ১৭০ জোড়া বিশেষ ট্রেন চলছে। সেখানে রেল, ব্যাংক, স্বাস্থ্যকর্মীদের পাশপাশি সাধারণ যাত্রীরাও যাতায়াত করছেন। ফলে ট্রেনগুলিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

পূর্ব রেল রাজ্য সরকারকে লেখা এক চিঠিতে এই সব বিষয় উল্লেখ করে জানিয়েছে যে এখন রাজ্যে কোভিড সংক্রমণের উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে শহরতলিতে লোকাল ট্রেন চালানোর অনুমতি দিলে ভালো হয়। রেলের বহু কর্মী ও চালক কোভিডে কারন্ত হলেও তারা ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।

Published on: জুন ১৩, ২০২১ @ ২১:২৩


শেয়ার করুন