BBTFCT-র ফাইনালে রবিবার কলকাতায় মুখোমুখি TEAM UK ও TAFI

Main খেলা দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৭, ২০২৪ at ২৩:০৪
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৭ জানুয়ারি: ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ বেশ জমে উঠেছে। ইংল্যান্ড এবারের ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে। যদিও একটি ম্যাচও কলকাতায় পড়েনি। কিন্তু ভারত- ইংল্যান্ড ক্রিকেট ম্যাচের উত্তেজনা উপভোগ করার সম্ভাবনা একেবারেই কিন্তু শেষ হয়ে যায়নি। কলকাতাবাসীরা ইচ্ছে করলে এই ক্রিকেট উত্তাপের আঁচ নিতেই পারেন।আর তাদের সেই সুযোগ করে দিয়েছে কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশন ‘বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট’এর আয়োজন করে। আজ থেকে কলকাতা ময়দানে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম দিনে দুটি সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছেছে টিম ইউকে এবং ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি। তাই কলকাতার ক্রিকেটপ্রেমীরা যদি ভারত-ইংল্যান্ড ম্যাচের আনন্দ উপভোগ করতে চান তাহলে আগামিকাল রুদ্ধশ্বাস এই ক্রিকেট ফাইনাল মিস করবেন না।

শীতের সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় টুর্নামেন্ট শুরু হয়। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল স্কাল ইন্টারন্যাশনাল এবং টিম ইউকে। দুটি দলই খুব ভাল খেলেছে। টি-টোয়েন্টি ফরম্যাটেই এই খেলা হয়েছে। তবে প্রথম দিন ১৫ ওভারের ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে শনিবার প্রথম ব্যাট করতে নেমে স্কাল ইন্টারন্যাশনাল ১৩.১ ওভারে ১০ উইকেট খুইয়ে মাত্র ৮৬ রান তোলে। জয়ের লক্ষ্য নিয়ে নেমে টিম ইউকে মাত্র ১১ ওভারেই লক্ষ্য পূরণ করে পাঁচ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে চলে যায়। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন টিম ইউকে-র ক্যাপ্টেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের প্রেস অ্যান্ড কমিউনিকেশনের প্রধান অমিত সেনগুপ্ত।এদিনের ম্যাচে অবশ্য স্কাল ইন্টারন্যাশনাল-এর কলকাতার প্রেসিডেন্ট আমিন আজগর না খেললেও উপস্থিত থেকে দলকে উৎসাহিত করে গিয়েছেন।

দ্বিতীয় ম্যাচটি ছিল খুবই আকর্ষণীয়। কারণ, এই ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী টাফি (ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া) এবং টাই (ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া)। দুই দলের নেতৃত্ব দেন ভ্রমণ বাণিজ্যের দুই সুপরিচিত নাম যথাক্রমে-অনিল পাঞ্জাবি এবং মানব সোনি। টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল নেতৃত্ব দেন টাফি’কে এবং টাই-এর পূর্ব ভারতের চেয়ারম্যান মানব সোনি নেতৃত্ব দেন টাই-কে।

প্রথম ব্যাট করে টাই ১৪.৪ ওভারে ১০ উইকেটে ১০৪ রান তোলে। জবাবে টাফি মাত্র ১২.৫ ওভারেই জয়ের জন্য নির্ধারিত ১০৫ রান তুলে নেয়। এই ম্যাচে অসাধারণ বোলিং এবং ফিল্ডিং করে নজর কাড়ে টাফি’র গুরতেজ সিং। তিনিই হন প্লেয়ার অব দ্য ম্যাচ।  তবে ব্যাট হাতে কেরামতি দেখিয়েছেন টাফি’র ক্যাপ্টেন অনিল পাঞ্জাবির পুত্র শাবাদ পাঞ্জাবি। মাত্র তিন বলে চার, ছয় এবং চার মেরে জয় ছিনিয়ে আনেন।জয়ের পর টিম টাফি’র অধিনায়ক অনিল পাঞ্জাবি দলের সমস্ত খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ম্যাচ জিতে যাওয়ার পরই দেখা গিয়েছে টাফি’র ইস্টার্ন চ্যাপ্টারের চেয়ারম্যান বিলোলাক্ষ দাসের প্রাণভরা উচ্ছ্বাস। তাঁর উচ্ছ্বাসের তীব্রতা এতটাই ছিল যে মাঠের মধ্যে ছুটে গিয়ে জয়ের অন্যতম কারিগর শাবাদ পাঞ্জাবিকে কোলে তুলে নেন।

রবিবার কলকাতা ময়দানে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে ‘বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে টিম ইউকে এবং টাফি। এই ম্যাচটি নিঃসন্দেহে রুদ্ধ্বশ্বাস ম্যাচ হতে চলেছে। কারণ, দুটি দলই খুব ভাল খেলে ফাইনালে উঠেছে।দুটি দলেই বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন। বিশেষ করে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের মধ্যেই এই ফাইনাল ম্যাচ আয়োজিত হতে চলেছে। তাই এই ম্যাচের গুরুত্বও স্বাভাবিকভাবেই অনেকখানি বেড়ে গিয়েছে। বিশেষ করে বর্তমানে ভারত ও ইংল্যান্দের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অনেকটাই দৃঢ় হয়েছে। দুই দেশের দুই প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং নরেন্দ্র মোদির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও বেশি মজবুত হয়েছে। এদিন অবশ্য সেই মধুর সম্পর্কের আঁচ মাঠে দারুনভাবে প্রকাশ পেয়েছে।এদিন টুর্নামেন্টে ছোট্ট মিভানের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টিম টাফি’র ক্যাপ্টেন অনিল পাঞ্জাবির নাতি মিভান চৈথ্রমনীও এসেছিল পরিবারের সঙ্গে মাঠে।

রবিবার ফাইনাল ম্যাচ সকাল ন’টায় শুরু হবে। এদিন অবশ্য ম্যাচ ২০ ওভারেরই হবে বলে জানিয়েছেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের প্রেস অ্যান্ড কমিউনিকেশনের প্রধান অমিত সেনগুপ্ত।

এর আগেই পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং বলেছেন: “আমরা 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ জুড়ে আমাদের দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক উদযাপন করেছি এবং ইংল্যান্ড যখন দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতে ফিরে এসছে তখনও তা অব্যাহত রাখব। জানুয়ারী এবং মার্চ 2024 এর মধ্যে। ইডেন গার্ডেন হয়তো কোনো টেস্ট ম্যাচ আয়োজন করছে না কিন্তু কলকাতায় অবিশ্বাস্যভাবে অতীতের ইংল্যান্ডের খেলার ইতিহাসের মাধ্যমে ক্রিকেট আমার দেশের সাথে পশ্চিমবঙ্গকে অনন্যভাবে আবদ্ধ করে চলেছে। ২৭ ও ২৮ জানুয়ারি সিটি অব জয়-তে আমাদের ভ্রমণ বাণিজ্য অংশীদারদের সাথে একটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট হল এই ধরনের স্মৃতিগুলিকে পুনরুজ্জীবিত করার একটি দুর্দান্ত উপায়।”

বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টটিকে সমর্থন করে এগিয়ে এসেছে  এয়ার ভিস্তারা, এয়ার অ্যারাবিয়া, পিয়ারলেস হোটেল, ওয়ারহাউস ক্যাফে, কেনিলওয়ার্থ হোটেল, চাঁদনি ট্রাভেলস, 911i, ইন্টারগ্লোব টেকনোলজি কোটিয়েন্ট এবং অর্কিড ইনকামিং।

Published on: জানু ২৭, ২০২৪ at ২৩:০৪


শেয়ার করুন