মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্বার্থের জন্যই আজ বাংলার কৃষকরা বঞ্চিত- তোপ প্রধানমন্ত্রী মোদির

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২৫, ২০২০ @ ১৮:২৭

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ২৫ ডিসেম্বর:   প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বিষয়ে বাংলার তৃণমূল কংগ্রেস শাসিত সরকারকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন- সারা দেশে ৯ কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা নিলেও একমাত্র পশ্চিমবঙ্গের কৃষকরা আজ এই সুবিধা থেকে বঞ্চিত শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্বার্থের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মোদি বলেন-“আপনি নিজের রাজ্যের কৃষকদের ভারত সরকারের সুবিধা থেকে বঞ্চিত রেখে পাঞ্জাবে গিয়ে সেখানকার কৃষকদের ভুল বোঝাচ্ছেন? দেশ এসব কিছু দেখছে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে দেশে আজ ৯ কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ১৮হাজার কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। একথা বলে প্রধানমন্ত্রী মোদি বলেন- রাজনৈতিক কারণে টাকা পেল না বাংলার কৃষকরা। কেন কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন না ? অথচ পাঞ্জাবের কৃষকদের আন্দোলনের পাশে তৃণমূল। বাংলার কৃষকদের অবস্থা ফেরাতে কেন প্রকল্পের সুযোগ নিচ্ছেন না?

প্রধানমন্ত্রী মোদি বলেন- “১ লাখ ১০ হাজার টাকার চেয়ে বেশি টাকা কৃষকদের অ্যকাউন্টে জমা হয়ে গেছে। কিন্তু আজ আমার এই বিষয়ে আফশোস এই যে গোটা দেশের কৃষকরা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সেখানকার ৭০ লক্ষেরও বেশি কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত। আমার বাংলার কৃষক ভাই-বোনেরা এই সুবিধা পাচ্ছেন না। কেননা, সেখানকার রাজ্য সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থকে কাজে লাগাচ্ছেন।”

“এই প্রকল্পে রাজ্য সরকারকে এক টাকাও দিতে হবে না। সবটাই ভারত সরকার দিচ্ছে। তবু বাংলার কৃষকরা সেই পয়সা পাচ্ছেন না। বহু কৃষক ভারত সরকারকে সরাসরি চিঠি লিখেছেন তবু সেখানকার সরকার গুরুত্ব দেয়নি। আপনারা কল্পনা করতে পারবেন না যে সেখানকার কৃষকরা অনলাইনে আবেদন পর্যন্ত করেছেন কিন্তু সেখানকার রাজ্য সরকার এসব কিছু আমলই দিতে চায়নি। আমি অত্যন্ত দুঃখ-যন্ত্রনার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি- যারা বাংলায় ১০ বছর ধরে শাসন চালিয়েছে আর বাংলার কী হাল বানিয়েছে তা সারা দেশ দেখেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের ভাষণ শুনলে বুঝতে পারবেন যে তাঁর এই রাজনৈতিক বিচারধারা বাংলাকে কিভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।” বলেন মোদি।

প্রধানমন্ত্রী রীতিমতো ক্ষোভের সুরে বলতে থাকেন- “এ কি ধরনের লোক -এ দের এত সংগঠন আছে এতো দিন ধরে সরকার চালাচ্ছে এদের মধ্যে এই ভাবনা কখনও এসেছে যে কৃষকদের দুই হাজার টাকা করে দেওয়ার বিষয়। আপনার যদি  কৃষকের প্রতি এত ভালোবাসা থাকে , বাংলা আপনার ভূমি তাহলে আপনি বাংলার কৃষকদের ন্যায় দিতে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা চালু করলেন না কেন?নিজের রাজ্যের কৃষকদের কথা ভাবছেন না অথচ আপনি বাংলা থেকে সোজা পাঞ্জাব গিয়ে সেখানে রাজনীতি শুরু করছেন। যেখানে নিজের রাজ্যের ৭০ লক্ষেরও বেশি কৃষক এই প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন না সেখানে আপনি এখানে এসে তাদের ভুল বোঝাচ্ছেন।”

“যারা বিরোধী তারাও চুপ করে আছে। যাদের দেশের বিভিন্ন প্রান্তে মানুষ তুলে ফেলে দিয়েছে তারা এখন ইভেন্ট ম্যানেজমেন্ট খুঁজছে। কিভাবে রাজনীতি করা যায়। দেশ এদের কীর্তিকলাপ দেখছে।যে দল পশ্চিমবঙ্গের কৃষকদের কথা ভাবে না তারা দিল্লির মানুষদের হয়রানি করতে এসেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চলেছে। আর সেটা কৃষকদের নামে। এরা হল সেই দল যারা বাংলার সর্বনাশ করেছে।নির্দোষ কৃষকদের নিয়ে খেলা বন্ধ করুন।” বলেন মোদি।

Published on: ডিসে ২৫, ২০২০ @ ১৮:২৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

50 − = 42