পুজো মণ্ডপে ওদের ‘বেয়াদপি’ রুখে দিয়ে প্রমাণ করলেন তারাই “উইনার্স”

Main রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ১৮, ২০১৮ @ ২০:৪৩

এসপিটি নিউজ, কলকাতা, ১৮ অক্টোবরঃ পুজোর দিনগুলিতে বিভিন্ন পুজো মণ্ডপে ওদের দাপাদাপি বেড়ে যায়। ওদের বেয়াদপিতে নাজেহাল হয় পরিবার নিয়ে উৎসবের আনন্দ নিতে বেড়োনো বহু পরিবারের সদস্যরা। ছোট থেকে বড় প্রায় সব বয়সী মেয়ে কিংবা মহিলারা এদের দৌরাত্মের শিকার হন। আর এদের ঠেকাতে এবার সদা সতর্ক কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে টহলরত কলকাতা পুলিশের মহিলা টহলদারী টিম “উইনার্স”। যারা এবার বহু বেয়াদপ ছেলেদের বেয়াদপি বন্ধ করে তাদের উচিত শিক্ষা দিয়েছেন।

কলকাতার বহু পুজো মণ্ডপে সদা সতর্ক ওরা। কলকাতা পুলিশের মহিলা টহলদা্রী টিম-এর সদস্যরা। নাম ওদের “উইনার্স”। পুজোর দিঙ্গুলিতে মণ্ডপে যেমন ভিড় বাড়ে ঠিক তেমন কিছু বেয়াদপ ছেলের বাড়-বাড়ন্ত হয়। মোবাইল ফোন হাতে নিয়ে তারা মেয়েদের লক্ষ করে চলে। তারপর সুযোগ বুঝে তাদের ছবি মোনবাইল ক্যামেরায় বন্দি করে ফেলে। পরে সেই ছবি অসৎ উদ্দেশ্যে কাজে লাগায় বলে অভিযোগ।

আবার কিছু বেয়াদপ আছে যারা দল বেঁধে মণ্ডপের কাছ দিয়ে কিংবা মণ্ডপের ভিতর ঠাকুর দেখার নাম করে ঢোকে। তারপর মেয়ে কিংবা বিবাহিত মহিলাদের দিকে অশ্নীল অঙ্গভঙ্গী করে তাদের উত্ত্যক্ত করে তোলে। “উইনার্স” এমন বহু ছেলেকে ধরেছে। পুজো মণ্ডপে তাদের উচিত শিক্ষাও দিয়ে বুঝিয়ে দিয়েছে নারী শক্তি এখনও অজেয়। মেয়েদের নিরাপদে ঠাকুর দেখা কিংবা তাদের নিরাপদে ণ্ডপে ঘোরার সুযোগ করে দিয়ে মেয়েদের শুধু নয় অসংখ্য পরিবারের মন জয় করে নিয়েছে “উইনার্স”।

Published on: অক্টো ১৮, ২০১৮ @ ২০:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =