কাজের বদলে শুধু রাজনীতি করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে কয়েকজন ডাক্তার-প্রশাসনিক সভায় মমতা

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ৪, ২০১৮ @ ২৩:৩৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৪ ডিসেম্বরঃ গত কয়েকটি জেলা সফরে এমটা হয়নি যেটা হল এদিনের মেদিনীপুর পুলিশ লাইনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায়। শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে এদিন তিনি ওই হাসপাতালের কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে সরব হন।

শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে সেখানকার কিছু ডাক্তার প্রচার করতে থাকেন যে হাসপাতালটি বেসরকারি হাতে চলে যাচ্ছে। এদিনের প্রশাসনিক সভায় বসে এই বিষয়টি পরিষ্কার করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন-“শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল বেসরকারি করন করা হয়নি। সরকারের বিরুদ্ধে জলজ্যান্ত মিথ্যা অপপ্রচার করছে কয়েকজন ডাক্তার।”

মুখ্যমন্ত্রী বলেন-“উন্নত পরিষেবার জন্য জিন্দালদের ঐ হাসপাতাল দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই হাসপাতাল আমাদের হাতেই থাকবে। যারা এসব কথা বলছেন তাদের আমি চিনি। কে তারা। তারা কাজ না করে শুধু রাজনীতি করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে।”

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাথল্যাব তৈরি করার জন্য রাজ্যের স্বাস্থ্য অধকর্তা রাজীব সিনহাকে মুখ্যমন্ত্রী এদিন নির্দেশ দেন। তিনি বলেন, “একটি শিশুর চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকা খরচ হয়। বামেদের দেনা শোধ করতে হচ্ছে। যেটুকু টাকা আসে তা কেন্দ্র কেটে নেয়। তা সত্ত্বেও সাড়ে সাত বছরে যা কাজ করা হয়েছে তা আর কোথাও হয়নি।”

Published on: ডিসে ৪, ২০১৮ @ ২৩:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =