উচ্চ মাধ্যমিক শুরু ১৫ জুন, প্রকাশিত পূর্ণাঙ্গ সূচি

Main রাজ্য শিক্ষা
শেয়ার করুন

Published on: ডিসে ২৪, ২০২০ @ ২১:৫৬

এসপিটি নিউজ:  গতকাল পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। সেই মতো আজই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল।

সূচি অনুযায়ী ব্যাবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা হবে ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত। এর মধ্যেই এই পরীক্ষা শেষ করতে হবে। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ জুন। শেষ হবে ৩০জুন। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে শেষ হবে বেলা ১.১৫মিনিটে। এজন্য স্কুলগুলিকে আগে থেকেই কোভিড বিধি-নিয়ম পালনের সমস্ত কিছু কার্কর করতে হবে।

নীচে দেওয়া হল পরীক্ষার সূচি

১৫ জুন: বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি, প্রথম ভাষা সহ উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পঞ্জাবি

১৭ জুন: বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি দ্বিতীয় ভাষা সহ বিকল্প ইংরাজি

১৮ জুন:  বৃত্তিমূলক বিষয়

১৯ জুন: প্রাণিবিদ্যা, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান

২১ জুন: অঙ্ক, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগ্রোনোমি, ইতিহাস

২২ জুন: কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারমেন্টাল স্টাডিজ, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, মিউজিক আর্টস

২৪ জুন: কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, দর্শন, সমাজবিদ্যা

২৬ জুন: পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, পদার্থবিদ্যা

২৮ জুন: রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা এবং গণ জ্ঞাপন, সংস্কৃত, পারসি, আরাবিক, ফরাসি

৩০ জুন: স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং এন্ড টেকসেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

Published on: ডিসে ২৪, ২০২০ @ ২১:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

67 − 63 =