বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদি, জানালেন মমতা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২৪, ২০২১ @ ২৩:৫৬

এসপিটি নিউজ, নয়াদিল্লি, ২৪ নভেম্বরঃ আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর সঙ্গে দেখা করে আগামী এপ্রিল মাসে কলকাতায় অনুষ্ঠিত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে য়াসার আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। জানালেন উদ্বোধনের আর্জিও। দেখা করে বেরিয়ে এসে মমতা জানালেন যে মোদি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

চারদিনের সফরে দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুইজনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে। ত্রিপুরা নিয়ে হয়েছে কথা। একই সঙ্গে রাজ্যের উন্নতি নিয়েও নানা আলোচনা হয়েছে। পাশাপাশি, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়েও হয়েছে কথা।

ত্রিপুরা পুরভোটের আগে সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি বলেন- “সায়নীর মতো জনপ্রিয় শিল্পীকে গ্রেফতার করা হয়েছে।” কথা হয়েছে রাজ্যের উন্নতির বিষয় নিয়েও। আগামী এপ্রিল মাসে কলকাতায় আয়োজিত হতে যাওয়া বিশ্ব বাংলা বিণিজ্য সম্মেলন নিয়ে। মমতা বলেন-” রাজ্য এগোলে দেশও এগোবে, সেজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছি। জানিয়েছি উদ্বোধনের আর্জিও। করোনার কারণে বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। তাই কেন্দ্র-রাজ্য মিলে একটা সম্মেলন করলে ভালো, উনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী এপ্রিল মাসে কলকাতায় আয়োজিত হতে চলেছে এই সম্মেলন।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যের দাবিদাওয়া নিয়েই কথা হয়েছে। মমতা বলেন, ‘‘আমফান-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ নিয়ে কথা হয়েছে। কেন্দ্রের কাছে প্রায় ৯৬ হাজার কোটি টাকা পায় রাজ্য। বিএসএফ-এর কাজ সীমান্ত সামলানো। কিন্তু এ দিকে গুলি চালাচ্ছে। বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা উচিত নয়। রাজ্যের সাহায্য চাইলে রাজ্য সাহায্য করতে প্রস্তুত। এ ছাড়াও করোনা টিকাকরণে জন্য আরও টিকা লাগবে। তা জানিয়েছি। ১২-১৮  বছর বয়সিদের টিকাকরণ নিয়ে কথা হয়েছে। আলোচনা হয়েছে বাংলার পাটশিল্প নিয়েও।’’

Published on: নভে ২৪, ২০২১ @ ২৩:৫৬

 


শেয়ার করুন