থাই এয়ারওয়েজ ব্যাঙ্কক-কলকাতা রুটে তাদের এয়ারক্র্যাফট উন্নীত করল

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৩০, ২০২৪ at ১০:৫৫

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ মার্চ: শুক্রবার থাই এয়ারওয়েজ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে আগামী ১ এপ্রিল থেকে ব্যাঙ্কক-কল্কাতা-ব্যাঙ্কক রুটে এয়ারক্র্যাফট উন্নীত করছে। এটি কার্যকর থাকবে আগামী ১ মে ২০২৪ পর্যন্ত। বর্তমানে A32S থেকে B772/B787 সংস্করণে উন্নীত হতে চলেছে।

উড়ানের সময়সীমা অপরিবর্তিত থাকছে। যা ইতিমধ্যেই আপডেট করা হয়েছে। এই নতুন সংস্করনে যে সুবিধা থাকছে তাতে সংস্করন B777-200 (B772) এয়ারক্র্যাফটে ৩০টি রয়্যাল সিল্ক ক্লাস আসন এবং ২৬২টি ইকোনমি আসন থাকবে। সংস্করন B787-800(B788) এ ২২টি রয়্যাল সিল্ক ক্লাস আসন এবং ২৩৪ টি ইকোনমি আসন থাকবে।

এই পরিষেবা TG313 ১ এপ্রিল ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৪ এবং TG314 ২ এপ্রিল ২০২৪ থেকে ১ মে ২০২৪ পর্যন্ত কার্যকর থাকবে।

টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি থাই এয়ারওয়েজের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন- থাই এয়ারওয়েজ লক্ষ্য করেছে কলকাতায় যাত্রীদের চাহিদা আছে। প্রতিদিন বহু যাত্রী ব্যাঙ্কক যাচ্ছেন। তাদের সুবিধা দিতে এবং স্বাচ্ছ্যন্দ দিতেই সংস্করনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

Published on: মার্চ ৩০, ২০২৪ at ১০:৫৫


শেয়ার করুন