বিরোধী শূন্য নৈহাটি পুরসভা, সবুজ ঝড়ে ধুলিসাৎ বিরোধীরা

Main পুরভোট২০২২ রাজ্য
শেয়ার করুন

 Published on: মার্চ ২, ২০২২ @ ২৩:৪৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, নৈহাটি, ২ মার্চ: এক সময়ের লাল দূর্গ নৈহাটি এখন সবুজে সবুজ। সবুজ ঝড়ে একেবারে ধুলিসাৎ হয়ে গেল বিরোধীরা। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে নৈহাটি পুরসভা ফের নিজেদের দখলেই রেখে দিতে সক্ষম হল তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা ভোতের পর গোটা নৈহাটি জুড়ে বিজেপির যে বাড়বাড়ন্ত দেখা গেছিল ২০২১ সালের বিধানসভার জের কাটতে না কাটতেই নৈহাটি আবার পুরনো ছন্দে ফিরল। তৃণমূলের উপরেই আস্থা রাখল নাগরিকরা।

একেবারে ৩১ টির মধ্যে ৩১টিতেই তৃণমূল কংগ্রস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করল মানুষ। করোনার সময় যেভাবে নৈহাটি পুরসভা এলাকার দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কর্তব্য সাধন করে গেছে পুরভোটে মানুষ তারই প্রতিদান দিল। বিজেপি কিংবা বামেদের একেবারে মুছে দিল নৈহাটির মানুষ।

গত পাঁচ বছরে নৈহাটি পুসভা এলাকায় যেভাবে তৃণমূল পুরবোর্ড কাজ করেছে- নাগরিক স্বাচ্ছ্যন্দ থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা দিয়েছে তাতে মানুষ সন্তুষ্ট। বিশেষ করে করোনা পরিস্থিতি অতি নিপুনভাবে নিয়ন্ত্রণ করে গেছে নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশাসক সনৎ দে। তিনি নিজে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েও যেভাবে দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গেছেন তাতে স্থানীয় মানুষ দারুনভাবে উপকৃত হয়েছে। গোটা পুর এলাকাজুড়ে সনৎ স্বাস্থ্য পরিষেবাকে সুনিয়ন্ত্রিত উপায়ে পরিচালনা করে গেছেন, যা সত্যিই মডেল হতে পারে।

পাশাপাশি, নৈহাটির পুরপ্রশাসকের দায়িত্ব সফলভাবে পালন করে গেছেন অশোক চ্যাটার্জী। বিশেষ করে লোকসভা ভোটের আগে যখন একটা বড় অংশ দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল সেই সময় দাঁতে দাঁত চেপে তৃণমূল কংগ্রেস দলটাই শুধু করেননি, এমনকি দলের সাধারণ কর্মীদের পাশে দাঁড়িয়েছেন।অশোক চ্যাটার্জীর সেই অবদান দল ভুলে যায়নি। তাঁকে এবারেও প্রার্থী করে। আর তাই ওয়ার্ড পরিবর্তন করলেও মানুষ তাঁকে প্রাণ ভরে নিজের সমর্থন জানিয়েছেন। তাই বিপুল ভোতে তিনিও জয়ী হয়েছেন।

এবার দেখে নেওয়া যাক নোইহাটি পুরসভার ৩১টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নাম। সন্দীপ রায়(১), গৌর চন্দ্র দাস(২), মনোয়ারা বেগম(৩), সুশান্ত সরকার(৪), নীলাঞ্জন চক্রবর্তী(৫), শ্রাবণী মুখার্জী(৬), রঞ্জন কর্মকার(৭), রাজেশ সাউ(৮), রুদ্রাণী বোস রায়(৯), রাজেন্দ্র গুপ্তা(১০), সনৎ দে(১১), রমেশ চন্দ্র হালদার(১২), কাজল প্রসাদ সাউ(১৩), আরতি দেবী মাল্লা(১৪), সুরজিত কুমার নাথ(১৫), কৌশিক চক্রবর্তী(১৬), সোনালী চক্রবর্তী নন্দী(১৭), অশোক চ্যাটার্জী(১৮), পার্থ প্রতীম দাশগুপ্ত(১৯), কাজল দে(২০), জয়শ্রী দাস হালদার(২১), মানস পাল(২২), শেখর ভৌমিক(২৩), তনুশ্রী সিং(২৪), হরিপ্রসাদ দাস(২৫), দেবব্রত সাহা(২৬), কানাইলাল আচার্য(২৭), অর্চনা চক্রবর্তী(২৮), ভজন কুমার মুখার্জী(২৯), সুশীল দেবনাথ(৩০), তিথি ব্যানার্জী(৩১)।

Published on: মার্চ ২, ২০২২ @ ২৩:৪৩


শেয়ার করুন