জয়ী হয়ে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে ভিকট্রি সাইন দেখালেন সম্রাট তপাদার, কাটলেন কেক

Main পুরভোট২০২২ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৩, ২০২২ @ ০১:০১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, বারাকপুর, ৩ মার্চ:  দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতি করার পর নির্বাচনে জয়লাভ করার বিরল অভিজ্ঞতা লাভ করলেন বারাকপুরের ঘরের ছেলে সম্রাট তপাদার। বারাকপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হলেন তিনি। তাঁর এই জয় সম্রাট এলাকাবাসীদের উদ্দেশে উৎসর্গ করলেন। সততার সঙ্গে রাজনীতি করে চলেছেন সম্রাট। তবে যাদের সাহচর্যে একদিন রাজনীতির আঙ্গিনায় পা রেখেছিলেন তাঁদের অনেকেই আজ আর এই জগতে নেই। যাদের মধ্যে সবচেয়ে দুই গুরুত্বপূর্ণ মানুষ হলেন সম্রাটের বাবা ও মা। এরপর সম্রাট যাঁকে রাজনৈতিক অভিভাবক বলতেন সেই প্রণব মুখোপাধ্যায়ও নেই আজ। সকলকেই সম্রাট তাঁর এই সাফল্যের কথা বলেছেন।

বারাকপুরের ঘরের ছেলে কাজের ছেলে কাছের ছেলে সম্রাট সারা বছর ধরেই সমাজসেবা করে থাকেন। দুঃস্থ, অসহায়, অনাথ, বৃদ্ধাশ্রমের মানুষজনের প্রতি সম্রাটের নিষ্ঠা সত্যিই ঞ্জর কারা মতো। করোনার সময়েও সম্রাট একইভাবে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। বৃদ্ধাশ্রমের মানুষজনের কাছে ছুটে গেছেন। তাদের সমস্যার কথা শুনেছেন। বছরের শুরু থেকে শেষ দিন পর্যন্ত এই মানুষগুলির সেবায় নিজেকে জড়িয়ে রেখেছেন। নিজে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও অসহায় মানুষগুলির সেবায় এতটুকু ফাঁক রাখতে দেননি সম্রাট।

এর আগেও সম্রাট ভোতে দাঁড়িয়েছেন কংগ্রেসের হয়ে বারাকপুর লোকসভা কেন্দ্রে। সেবার পরাজিত হয়েছিলেন।২০২১ সালের বিধানসভায় সম্রাট নিজেকে নিংড়ে দিয়েছিলেন। নেত্রীর কেন্দ্র নন্দীগ্রামে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। তবু সম্রাট নিজেকে কখনো পিছিয়ে রাখেননি। অবশেষে এবারের পুরভোটে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্রাটের উপর আস্থা রেখে বারাকপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছিলেন। সম্রাট তার যোগ্য মর্যাদা রক্ষা করতে পেরেছেন। সেকথাই বলছিলেন সম্রাট। তিনি বলেন- “দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মান, বিশ্বাস রাখতে পেরেছি। এটা আমার কাছে বড় প্রাপ্তি। আগামিদিনে এলাকার উন্নয়নে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে কাজ করে যাব।”

Published on: মার্চ ৩, ২০২২ @ ০১:০১


শেয়ার করুন