ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী দিলেন পুজো আর সিপিএম প্রার্থী করলেন পদযাত্রা

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মার্চ ২৮, ২০১৯ @ ২৩:৫০

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৮ মার্চঃ এবারের নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচারে উঠছে ঝড় উঠতে চলেছে। এরই মধ্যে এক রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে প্রচারে নেমে পড়েছে। ঝাড়গ্রামে আজ যেমন বিজেপি প্রার্থী কুমার হেমব্রম বেলপাহাড়ির ওড়গন্দা ভৈরব স্থানে পুজো দিয়ে শুরু করেন প্রচার। ঠিক তেমনই বাম প্রার্থী সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম পদযাত্রা করে মানুষকে সঙ্গে নিয়ে প্রচার চালালেন।

১) পুজো দিয়ে বিজেপি প্রার্থী আজ শিলদা কম্যিউনিটি হলে এসে কর্মীসভা করেন। এদিনের কর্মীসভায় ভারত দিবস মাজি মাড়োয়া সংগঠনের কয়েকশো কর্মী বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতৃত্ব মনে করছে পঞ্চায়েত ভোটে দল যে ফল করেছে তাতে এবার ভাল ফল হবে।

২) শালবনীতে সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রমের পদযাত্রায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। শালবনীর মাঝিপাড়া, ডাঙাপাড়াস্টেশনপাড়া, চকতারিনী সহ বিস্তীর্ণ এলাকা ঘুরে মানুষের কাছে ভোটের আবেদন জানান প্রার্থী।

৩) পদযাত্রার শেষে বিমানবাবু বলেন-“আদিবাসীদের বনবাসী বলে অপমান করেছে বিজেপি। আদিবাসীদের বনাঞ্চলে ও জলাভূমির অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছে যেখানে মদত আছে বিজেপির।” এরপর তিনি সাম্প্রাদায়িক শক্তি বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে বাম প্রার্থী দেবলীনা হেমব্রমকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Published on: মার্চ ২৮, ২০১৯ @ ২৩:৫০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 3