‘মরেই যেতাম, ড্রাইভার ব্রেক কষেছিল বলে বেঁচেছি, তদন্ত হোক’

Main দেশ রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, কলকাতা, ২৪ জানুয়ারি: বুধবার বর্ধমান থেকে মিটিং সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার মুহূর্তটি তুলে ধরেন তিনি। এদিন রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্ঘটনার প্রসঙ্গে জানান- গাড়িটা ২০০ স্পিডে যাচ্ছিল। যেতে যেতে আমার গাড়িটা ড্যাসই করে দিত। এবং পুরো মরেই যেতাম। ড্রাইভার ব্রেক করষেছিল বলে বেঁচেছি।

মুখ্যমন্ত্রী মমতা মন্দ্যোপাধ্যায় বলেন- “আমি জানি না, একটা কোনও গাড়ি দেখতে পায়নি। আমরা বেরোচ্ছিলাম। আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছিলাম। তখন ওই গাড়িটা ২০০ স্পিডে যাচ্ছিল। যেতে যেতে আমার গাড়িটা প্রায় ড্যাসই করে দিত। এবং পুরো মরেই যেতাম। আমার যে ড্রাইভার ছিল, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে।বুদ্ধিমানের মতো ব্রেকটা করষেছে। আর তখন ড্যাসবোর্ডটা এসে আমার মাথায় লেগেছে। তখন কিছুটা রক্তও পড়েছে। কিছুটা ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটা পেইন হচ্ছে। তাই নিয়ে আমি কাজ করে গেলাম।”

“গাড়ির কাচটা খোলা ছিল আমার। কেননা, আমি পাবলিক মিট করতে করতে আসি। কাচটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাসবোর্ডটা কাচশুদ্ধ আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত। গাড়িটা চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কষেছিল বলে এক সেকেন্ডের জন্য বলতে পারো মানুষের আশীর্বাদের জন্য বেঁচেছি। এখনও আমার মাথা্টা যন্ত্রণা করছে। টনটন করছে। আমি ওষুধ খেয়েছি। ঠান্ডা লাগছে এবং গা বমি বমি করছে। তাই আমি একটু বাড়ি যাচ্ছি।”

মমতা বলেন- হাসপাতালে আমি যাচ্ছি না। ষড়যন্ত্রের কথা মুখ্যমন্ত্রী উড়িয়ে দিয়েছেন। বলেছেন এগুলো অনেকে মি্সইউজ করে। তোমরা তো দেখেছো বিএসএফ-এর ড্রেস পরে আমার বাড়ি চলে গিয়েছিল। আমার মনে হয় এটা পুলিশ তদন্ত করুক। আইন তার নিজের মতো চলুক। তদন্ত হোক। আমি এক্ষুনি কোনও কথা বলতে চাই না।


শেয়ার করুন