বন্দুক ও ব্যাটিং-এ পারদর্শী, এম এস ধোনির আগে এই ৭ ক্রিকেটার সেবা করে গেছেন সেনায়

খেলা দেশ
শেয়ার করুন

টেরিটোরিয়াল আর্মির প্যারাশ্যুট রেজিমেন্টের অন্যতম সেনা ভারতীয় ক্রিকেটের প্রকাতন অধিনায়ক “ক্যাপ্টেন কুল” এম এস ধোনি।

31শে জুলাই থেকে  15ই আগস্ট পর্যন্ত কাশ্মীর ঘাঁটিতে থেকে পেট্রোলিং দলের অংশীদার হবেন।

হোল্করের রাজা তাঁর নিজের সেনা দলে কর্ণেলের পদ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কেকে নাইডুকে।

Published on: জুলা ২৭, ২০১৯ @ ১৭:০০

এসপিটিউ নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টেরিটোরিয়াল আর্মির প্যারাশ্যুট রেজিমেন্টের অন্যতম সেনা। ক্রিকেট থেকে দু’মাসের ছুটি নিয়ে ধোনি এই ইউনিটের সঙ্গে ট্রেনিং নিচ্ছেন। তাঁকে কাশ্মীর ঘাঁটিতে পোস্টিং করা হয়েছে। 31শে জুলাই থেকে  15ই আগস্ট পর্যন্ত কাশ্মীর ঘাঁটিতে থেকে পেট্রোলিং দলের অংশীদার হবেন। সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এই সময় সৈনিকদের সঙ্গে সময় কাটাবেন। এর আগেও বহু বিখ্যাত ক্রিকেটার ব্যাট ছেড়ে দিয়ে দেশকে রক্ষা করতে বন্দুক হাতে তুলে সেনার অংশীদার হয়েছেন। দেশ-বিদেশে এমনই অনেক ক্রিকেটারের উপর একবার তাহলে নজর দেওয়া যাকঃ

কর্ণেল কোট্টেরী কনক্যায়া নাইডু

ভারতীয় ক্রিকেট দলে্র প্রথম অধিনায়ক ১৯২৩ সালে হোল্কর রাজার আমন্ত্রণে ইন্দোর পৌঁছেছিলেন। হোল্করের রাজা তাঁর নিজের সেনা দলে কর্ণেলের পদ দিয়েছিলেন কেকে নাইডুকে।

লেফটন্যান্ট কর্ণেল হেমু অধিকারী

লেফট্যান্যান্ট কর্ণেল হেমুর টেস্ট ক্যারিয়র দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দেরীতে শুরু হয়। তিনি ২৯ বছর বয়সে নিজের ক্যারিয়র শুরু করেন। তাঁর সময়ে খেলা ৪৭টি টেস্টে মাত্র ২১টি টেস্টে তিনি অংশ নিতে পেরেছিলেন।

স্যর ডন ব্র্যাডম্যান

বিশ্বের মহান ক্রিকেটার ব্যাটসম্যান ব্র্যাডম্যান এক বছরের জন্য লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। তিনি, ১৯৪০ সালে অস্ট্রেলিয়ার বায়ুসেনায় শামিল হয়েছিলেন। এর পর তাঁকে সেনায় বদলি করা হয়েছিল। কিছু সময় ট্রেনিং-এর পর তাঁকে লেফটেন্যান্ট পদ দেওয়া হয়েছিল। কিন্তু কোমরে চোটের কারণে তাঁকে ১৯৪১ সালে সেনা থেকে মুক্ত করে দেওয়া হয়।

স্যার লেন হাটন

ইংল্যান্ডের ব্যাটসম্যান হাটন ২৩ ও ২৯তম জন্মদিন সেনার ট্রেনিং সার্জেন্ট-এর রূপে মানিয়েছিলেন। এই পদে কাজ করার সময় তাঁর কাঁধে চোট লেগে যায়। এর ফলে তিনি নিজের ক্যারিয়রে হুক শট কোনওদিন খেলতে পারেননি।

যুদ্ধবন্দি হিসেবে হয় মৃত্যু

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বহু প্রথ শ্রেণিরজ ক্রিকেটারদের লড়াইয়ের ময়দানে নামতে হয়েছিল।সেইসময় দেশের জন্য যুদ্ধ করাই প্রাথমিকতা ছিল। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার হেডলি বেরিটি যিনি ব্র্যাডম্যানকে সবচেয়ে বেশি আটবার আউট করেন তাঁর ১৯৪৩ সালে ইতালিতে যুদ্ধবন্দি অবস্থায় মৃত্যু হয়েছিল।

যুদ্ধের জন্য খেলেন ম্যাচ

ডেনিস কম্পটন যুদ্ধের জন্য ইংল্যান্ডের হয়ে ১৪টি টেস্ট ম্যাচ খেলেন। এছাড়াও ভারতে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচও তিনি খেলেছিলেন। এর জন্য সার্জেন্ট মেজরের পদে কাজ করার সময় জাপানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের সৈনিককে তৈরি করতে হয়েছিল। ক্যাপ্টেন তাঁর নিজের ক্যারিয়রে মোট ৭৮টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। ব্যাটিং এবং বন্দুক চালানোয় সমান পারদর্শিতা দেখিয়েছেন।

অসাধারণ পাইলট ছিলেন মিলর

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান কীথ মিলর বিশ্ব যুদ্ধের সময় দক্ষ পাইলট হসেবে নিজের সেবা দেশের জন্য দিয়েছিলেন। তিনিও একজন অসাধারণ ক্রিকেটার ছিলেন। তাঁর চেহারার প্রতি মানুষ আপ্লুত হয়ে থাকত এবং তিনি তাঁর কণ্ঠে সংগীত ছিল সত্যিই সুন্দর।

অন্য ভারতীয় ক্রিকেটার

এছাড়াও চন্দ্রশেখর গড়করী, নারায়ন স্বামী, রমন সুরেন্দ্রনাথ, অপূর্ব সেনগুপ্ত এবং ভেঙটপ্পা মুহিদ্দ্যা সেনা এবং ক্রিকেট দু’টি জায়গাতেই সেবা করেছেন।

Published on: জুলা ২৭, ২০১৯ @ ১৭:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

73 + = 81