আমি ‘চিকিটেরিয়ান’ জাতীয় চিকেন দিবসে বললেন দিতিপ্রিয়া

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: নভে ১৬, ২০২৩ at ২৩:৩১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৬ নভেম্বর: চিকেন উৎপাদনে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। এই ক্ষেত্রে বিরাট ভূমিকা নিয়েছে পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন। মানুষের মধ্যে চিকেন খাওয়ার প্রবণতা আরও বাড়িয়ে তুলতে একাধিক প্রয়াস নিয়েছে ফেডারেশন। আজ ছিল জাতীয় চিকেন দিবস। সেই উপলক্ষে কলকাতা সংলগ্ন রাজারহাটে ‘দ্যা ফার্ণ রেসিডেন্সি’ হোটেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ওয়েস্টবেঙ্গল পোলট্রি ফেডারেশন। সেখানে তারা নিয়ে এসেছিল টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়াকে। উপস্থিত হয়েই তিনি নিজেকে ‘চিকিটেরিয়ান’ বলে দাবি করেন।

অনুষ্ঠান তখন চলছে। সেইসময় হাজির হলেন জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ রানী রাসমনি’ খ্যাত দিতিপ্রিয়া। এরপর তাকে সম্বর্ধিত করা হয় ফেডারেশনের পক্ষ থেকে।মাইক্রোফোন হাতে নিয়ে অত্যন্ত অল্প সময়ের জন্য নিজের বক্তব্য তুলে ধরেন ‘চিকেন’ বিষয়ে। দিতিপ্রিয়া বলেন- আমি এখানে এসে শুনলাম। তবে এক্ষেত্রে এমার মতামত হচ্ছে- আমি নিজেকে বলি ‘চিকিটেরিয়ান’। কেন তিনি একথা বললেন- তার ব্যাখ্যাও দেন অভিনেত্রী। বলেন- “আমি চিকেন খেতে এত ভালোবাসি যে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত কেউ যদি শুধু চিকেন সিদ্ধ করেও দিয়ে দেয় আমি খেয়ে নেবো।”

“আমি এখানে এসে যেটা শুনলাম ওনারা প্রচুর স্কিমের কথা বলেছেন। আমার মতো যারা ‘চিকিটেরিয়ান’ আছেন তারা মোটামুটি সবাই এখানে রয়েছে এবং দিনটিকে উদযাপন করছেন। কাল যখন আমি শুনলাম এখানে আসতে হবে, ‘ন্যাশনাল চিকেন ডে’ তখন বুঝলাম এ তো আমারই দিন।যারা চিকেন লাভার তাদের চিকেনের গুনাগুন সম্পর্কে আলাদা করে কাউকে কিছু বলতে হবে না।” আরও যাতে ফার্মিং হয়। তাছারা ওনারা যে স্কিমের কথা বললেন তা যেন আরও বেশি করে কার্যকর হয়, সেটাই বলতে চাই। তবে এ নিয়ে আর কিছু বলতে চাই না। শেষে বলি- সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চিকেন খান।”

Published on: নভে ১৬, ২০২৩ at ২৩:৩১


শেয়ার করুন