ত্রালে এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হিজবুল মুজাহিদিনের দুই সশস্ত্র জঙ্গি

দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৫, ২০১৯ @ ১১:৫২

এসপিটি নিউজ, শ্রীনগর, ৫ মার্চঃ জম্মু ও কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মুখোমুখি সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। দু’টি মৃতদেহই নিরাপত্তা বাহিনী হাতে পেয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহত ওই দুই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল। তাদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য আরও কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী।

গতকাল রাতেই নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে যে কাশ্মীরের ত্রাল এলাকার রেশি মহল্লায় দুই থেকে তিনজন জঙ্গি আশ্রয় নিয়েছে। এর পরি সেখানে পৌঁছে যায় ৪২ রাষ্ট্রীয় রাইফেলস, ১৮০ ব্যাটেলিয়ন সিআরপিএফ এবং এসওজি-এর যৌথ বাহিনী। তারা সেখানে পৌঁছেই গোটা এলাকা ঘিরে ফেলে এবং তারপর অপারেশন শুরু করে দেয়।পালটা জঙ্গিরাও তখন গুলি চালাতে শুরু করে।

নিরাপত্তা বাহিনী জঙ্গিদের গুলির জবা দিতে থাকে। রাতভর এনকাউন্টার চলতে থাকে মঙ্গল্বার ভোরে দুই জঙ্গিকে  খতম করতে সফল হয় আমাদের নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জানা গেছে নিহত দুই জঙ্গির বাড়ি ত্রাল এলাকাতেই।তাদের একজনের নাম ইরফান আহমেদ এবং দ্বিতীয়জনের নাম অদফার ফয়াজ।এখনও নিরাপত্তা বাহিনী তাদের অপারেশন জারি রেখেছে। এরই মধ্যে গোলাগুলির শব্দ শুনে বহু মানুষ রাস্তায় চলে আসে। এরপর তাদের নিরাপত্তা বাহিনী ঘরে পাঠিয়ে দেয়।

Published on: মার্চ ৫, ২০১৯ @ ১১:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 3