বাংলার জন্য রেলে ১১,৯৭০ কোটি রুপি রেকর্ড বরাদ্দ

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

এসপিটি নিউজ: এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য রেলের উন্নয়নে রেকর্ড পরিমান অর্থ বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ২০২৩-২৪ সালের রেল বাজেটে ১১ হাজার ৯৭০ কোটি রুপি বরাদ্দ পেয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো শুক্রবার জানিয়েছেন।সেখানে তিনি আরও বলেছেন যে রাজ্যের মোট ৯৩টি স্টেশনকে পুননির্মান করা হবে। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের মধ্যে অবশ্যই রয়েছে মেট্রো রেল।

বাংলার জন্য রেলের উন্নয়নে অর্থ বরাদ্দ তিনি গুণ বাড়ল

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯-২০১৪ সালে পশ্চিমবঙ্গের জন্য রেলের সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজের জন্য বরাদ্দ ছিল ৪,৩৮০ কোটি রুপি। যা ২০২৩-২০২৪ আর্থিক বর্ষে বাজেটে এই অর্থ তিন গুণ বৃদ্ধি করে ১১,৯৭০ কোটি রুপি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের জন্য ২০২২-২০২৩ সালে ৫৬৮১.১৬ কোটি রুপি ধার্য করা হয়েছিল। তা এই আর্থিক বর্ষে ৮,৬৭১.১৬ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। অন্যান্য বছরের থেকে বরাদ্দের পরিমাণ ৫৩ শতাংশ বেশি।পূর্ব রেলে ৪,০৭৮.৮৮ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি।

মেট্রো রেলের উন্নয়নে অর্থ বরাদ্দ আগের তুলনায় ১২৪ শতাংশ বেশি

আগের তুলনায় মেট্রো রেলেও রেকর্ড বরাদ্দ বাড়ানো হয়েছে। বরাদ্দ হয়েছে ৩,২২০.২৫ কোটি রুপি। যা আগের তুলনায় ১২৪ শতাংশ বেশি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নোয়াপাড়া-বারাসত শাখার জন্য ৬২০ কোটি রুপি, নিউ গড়িয়া-বিমানবন্দর শাখার জন্য ১,২০০ কোটি রুপি, জোকা-এসপ্ল্যানেড শাখার জন্য ১,৩৫০ কোটিও রুপি ও বরানগর-বারাকপুর শাখার জন্য ৫০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে ২০২৩ সালে মেট্রো রুট সম্প্রসারণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।সেই মতো, নোয়াপাড়া-বিমানবন্দর(সাত কিলোমিটার), তারাতলা-মাঝেরহাট(১.২৪ কিমি), রুবি-সেক্টর ফাইভ(৯.৮২ কিমি) রুট অক্টোবর মাসের মধ্যে শেষ করে ফেলার সময়সীমা দেওয়া হয়েছে। তবে হাওড়া ময়দান-শিয়ালদহ (৭.২ কিমি) রুটের কাজ শেষ করার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে।

রেলের উন্নয়নে রাজ্য সরকারের সাহায্য চাইলেন রেলমন্ত্রী

রেলমন্ত্রী বাংলায় রেলের উন্নয়নের কাজে রাজ্য সরকারের সাহায্য চেয়েছেন। তিনি বলেন- জমি অধিগ্রহণ, আইন-শৃঙ্খলা ইত্যাদি ক্ষেত্রে রাজ্য সরকারকে পাশে থাকতে হবে। একই সঙ্গে রেলমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন- রাজ্যের সাহায্য্ কতটা পাওয়া যাচ্ছে তার ওপরই বিভিন রেল পক্লপের বরাদ্দ নির্ভর করে। রেলমন্ত্রী জানিয়েছেন, দার্জিলিঙে হেরিটেজ ট্রেন চালানো হবে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো বড় শহরগুলিতে বন্দে মেট্রো চালানো হবে বলেও জানান রেলমন্ত্রী।


শেয়ার করুন