প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে দুর্নীতীর তোপ দেগে রাহুল বিজেপির বিরুদ্ধে আর যেসব কথা বললেন

Main দেশ
শেয়ার করুন

Published on: মে ১৯, ২০১৮ @ ২০:২৫

এসপিটি নিউজ ডেস্কঃ কর্ণাটক নিয়ে যে নাটক কয়েকদিন ধরে চলল তা নিয়ে গোটা দেশের আগ্রহ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এই নাটকে যবনিকা হল। বিজেপির সরকার শক্তি পরীক্ষার আগেই নিজে থেকে সরে গেল। ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। আর তারপরই দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন। রাহুল বললেন, মোদী দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। তিনি তো নিজেই দুর্নীতিগ্রস্ত।

এখানেই থেমে থাকেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। এই জয় কর্ণাটকের মানুষের গণতন্ত্রের জয়।পয়সা আর ক্ষমতাই সব কিছু হতে পারে না, সেটা আবার প্রমাণিত হল। বিজেপি কংগ্রেসের বিধায়কদের কিনতে চেয়েছিল।

বিজেপি ভারতের কোনও প্রতিষ্ঠানকে সম্মান করে না বলেও তোপ দাগেন রাহুল। তিনি বলেন, আজকেও দেখা গেছে কর্ণাটক বিধানসভায় জাতীয় সঙ্গীত শুরু হওয়ার আগেই বিজেপির বিধায়করা বিধানসভা ছেড়ে চলে গেলেন।আসলে ওরা এমনই। সে বিধানসভা হোক, লোকসভা হোক, রাজ্যসভা  হোক কিংবা সুপ্রিম কোর্ট হোক এরা সম্মান করে না। বিজেপি গণতন্ত্রকে আক্রমণ করে, প্রতিষ্ঠানকে আক্রমণ করে, সুপ্রিম কোর্টকে আক্রমণ করে।

রাহুল আরও বলেন, এদিন বিজেপির অহঙ্কারের পতন ঘটেছে। তারা আমাদের ও জেডিএস-এর বিধায়কদের কিনতে চেয়েছিল। তারা ঠিক করে ফেলেছিল কিভাবে বিধানসভায় ক্রস ভোটিং করাবে। কিন্তু শেষ পর্যন্ত ওদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে।

Published on: মে ১৯, ২০১৮ @ ২০:২৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

79 + = 85