বায়ুসেনা প্রধান বললেন-আমরা যদি গাছের উপর বোমা ফেলি তবে পাকিস্তান কেন পাল্টা হামলা চালালো

Main দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৪, ২০১৯ @ ২৩:৫৫

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতীয় বায়ুসেনা প্রধান সোমবার এয়ার স্ট্রাইক নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। যেখানে তিনি প্রশ্ন তোলেন বায়ুসেনা যদি জঙ্গলে গাছের উপর বোমা ফেলে তাহলে পাকিস্তান কেন আমদের দেশে ঢুকে পাল্টা হামলা চালালো? হামলায় কতজন লোক মারা গেছে এই কাজ বায়ুসেনা করবে না। এটা সরকারের কাজ। আমরা আমাদের লক্ষ্যের উপর নিশানা স্থির করেছি মাত্র। আমরা মৃত লোকদের নয় কোথায় আমরা নিশানা রেখেছি সেদিকে নজর দিয়েছি।

আমরা জানি না-আমেরিকা এবং পাকিস্তানের ভিতর কি সমঝোতা হয়েছে। কিন্তু আমরা কিনতি আম্রাম মিশাইলের টুকরো পেয়েছি, যেটা শুধুমাত্র এফ-১৬ যুদ্ধবিমানেই বহন করা সম্ভব। এখন সমঝোতা যদি এমন হয় যে এফ-১৬ জঙ্গিদের গতিবিধি ছাড়া অন্য কাজে তা ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে তারা বিধি ভেঙেছে।

একই সঙ্গে এদিন এয়ার চিফ মার্শাল আরও জানান,’ অভিনন্দন কবে ফের উড়ান উড়াবে তা তাঁর মেডিক্যাল ফিটনেসের উপর নির্ভর করবে। ফাইটার প্লেন থেকে বেরিয়ে আসার পর তাঁকে সম্পূর্ণভাবে মেডিক্যাল চেকআপের মধ্যে থাকতে হবে। তারঁ যতদিন চিকিৎসার দরকার হবে ততদিন তা করা হবে। মেডিক্যাল ফিট হওয়ার পরই তিনি ফের ককপিঠে বসতে পারবেন।’

এক একটা লড়াই লক্ষ্যনুযায়ী করা হয়। যখনই কোনও শত্রু পক্ষ আপনাকে আক্রমণ করবে তখনই সেই পক্ষের যুদ্ধ বিমান তার বিরুদ্ধে জবাবি হামলা চালাবে। তা সে যে কোনও রকমের যুদ্ধবিমানই হোক না কেন। সব যুদ্ধবিমানই শত্রুর সঙ্গে লড়তে সক্ষম।”

ধনাও আরও জানান-“মিগ-২১ বাইসন এক সক্ষম লড়াকু বিমান। এটি আপগ্রেড হয়েছে। এখন তার র‍্যাডার আরও শক্তিশালী হয়েছে। এটি হাওয়া থেকে হাওয়ায় আঘাত করা মিশাইল এবং শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম।

Published on: মার্চ ৪, ২০১৯ @ ২৩:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 + = 55