কর্ণাটকে মুখ থুবড়ে পড়ল বিজেপি, শক্তি পরীক্ষার আগেই ইস্তফা দিয়ে দিলেন ইয়েদুরাপ্পা

Main দেশ
শেয়ার করুন

Published on: মে ১৯, ২০১৮ @ ১৬:৪৮

এসপিটি নিউজ ডেস্কঃ শেষ পর্যন্ত যেমনটা ভাবা গেছিল তেমনটাই হয়ে গেল। ফ্লোর টেস্টের আগেই পিছু হটল বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা অসভব বুঝতে পেরেই শনিবার নিজের ভাষণ দিয়েই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন ইয়েদুরাপ্পা।ইস্তফা দিয়েই তিনি বলেন, তিনি জণগনের সঙ্গে ছিলেন সঙ্গেই থাকবেন। শুরু হয়ে গেল কংগ্রেস-জেডিএস জোটের নয়া সরকার গঠনের প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেডিএস-এর কুমারস্বামী।

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপিকে রুখতে কংগ্রেস-জেডিএস জুটি সরকার গড়ার জন্য রাজ্যপালের কাছে গিয়ে আবেদন জানিয়ে আসে। কিন্তু রাজ্যপাল তাদের না ডেকে সরকার গড়তে আহ্বান জানায় বিজেপিকে। এই ঘটনায় কংগ্রেস-জেডিএস সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে।

শুক্রবার সুপ্রিম কোর্টে তিন বিচারপতি বেঞ্চ জানিয়ে দেন, আজ শনিবার বিধানসভায় ফ্লোর টেস্ট-এ নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। অর্থাৎ বিজেপিকে প্রমাণ দিতে হবে তাদের সঙ্গে ১১২জন বিধায়কের সমর্থন আছে।

সেই মতো আজ ফ্লোর টেস্ট দেওয়ার আগেই ইয়েদুরাপ্পা নিজের ভাষণেই জানিয়ে দিলেন তারা সবচেয়ে বেশী আসন পেয়েছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য যতগুলি আসন দরকার ছিল তা তাদের নেই। কিন্তু তারা সবসময় জনতার সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।তিনি ফ্লোর টেস্টে যাচ্ছেন না। ইস্তফা দিতে যাচ্ছেন।

ইয়েদুরাপ্পার ইস্তফার সঙ্গে সঙ্গে বিজেপির বিজয় রথ কিন্তু কর্ণাটকেই মুখ থুবড়ে পড়ল। বিজেপি এখন বলছে, কংগ্রেস-জেডিএস গণতন্ত্রকে হত্যা করল। তাদের এই অভিযোগকে কটাক্ষ করে কংগ্রেস বলছে, মেঘালয়, মণিপুর, গোয়ায় কোথায় ছিল আপনাদের এই গণতন্ত্র? সেখানে তো কংগ্রেস সব চেয়ে বেশে আসন পাওয়া পার্টি ছিল। তাহলে সেখানে কেন আগে তারা সুযোগ পায়নি? এর কি জবাব আছে বিজেপির কাছে।

Published on: মে ১৯, ২০১৮ @ ১৬:৪৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1