আদালতের মালখানা থেকে বেরিয়ে এল এমন দুটি বিষাক্ত সাপ

Main বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল                                                     ছবি– বাপন ঘোষ

Published on: ডিসে ২, ২০১৮ @ ২২:৫০

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২ ডিসেম্বরঃ সবে মাত্র আদালতের মালখানা সাফাই করার কাজে হাত দিয়েছেন কর্মীরা। শুরু হয়েছে পরিষ্কার করার কাজ। কিন্তু মুহূর্তের মধ্যে সাফাই কর্মীদের চোখ চড়ক গাছ। কাজ উঠল মাথায়। দেখতে পেলেন একটি বিষাক্ত সাপ। তার আতঙ্ক কাটার আগে ফের আরও একটি বিষাক্ত সাপ চোখে পড়ল তাদের। মেদিনীপুর আদালতের মালখানার ভিতর থেকে উদ্ধার হল এমন দুটি বিষাক্ত সাপ।যা নিয়ে ছড়িয়েছে আতঙ্ক।

রবিবার ছিল ছুটির দিন তাই মেদিনীপুর আদালতের মালখানার ভিতর পরিষ্কার করার কাজ শুরু হয়েছিল। আর তখন আতঙ্ক দেখা দেয় দুটি বিষাক্ত সাপকে ঘিরে। প্রথমে সাফাই কর্মীদের চোখে পড়ে বিষাক্ত দুধে খরিস। আদালতের কর্মীরা খবর দেয় বন দফতরকে। ছুটে আসেন বন কর্মীরা। উদ্ধার করেন বিষাক্ত সা্পটিকে। তখন তাদের চোখ পড়ে আরও একটি বিষাক্ত সাপ। দেখতে পান একটি গোখরো সেখানে রয়েছে। সাপ দুটিকে উদ্ধার করে বনকর্মীরা মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী অঞ্চলের গোপগড় ইকোপার্কের গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন।

জানা গেছে, উদ্ধার হওয়া দুধা খরিস সাপটির ওজন প্রায় ৬ কেজি। লম্বায় আনুমানিক ৫ ফুট। গোখরো সাপটিও লম্বায় প্রায় ৫ ফুট হবে। উল্লেখ্য, গত বছরও মেদিনীপুর আদালতের এক বিচারকের এজলাসে ঢুকে পড়েছিল এক বিষাক্ত সাপ।

Published on: ডিসে ২, ২০১৮ @ ২২:৫০

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 + = 45