বদলির আগে মাওবাদীকে আত্মসমর্পণ করিয়ে চমক পুলিশ সুপার ভারতীর

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২৬, ২০১৭ @ ১৯:১৩

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৬ ডিসেম্বরঃ তাঁকে নিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির ক্ষোভের শেষ নেই।তিনি নাকি শাসক দলের কথায় কাজ করেন।এটা যে ঠিক নয় তা তিনি বারেবারে প্রমাণ করে দিয়েছেন।তিনি যে একজন দক্ষ পুলিশ অফিসার তা বারেবারেই প্রমাণ হয়েছে।আজও যেমনটা হল-একজন মাওবাদীকে আত্মসমর্পন করিয়ে।

বদলির আগে মাওবাদীকে আত্মসমর্পণ করিয়ে চমক দিলেন ভারতী ঘোষ। ভীম সোরেন নামে এক মাওবাদী আজ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের দফতরে এসে অস্ত্র সহ আত্মসমর্পণ করল।আত্মসমর্পণের সময় সেখানে ছিলেন ঝাড়খণ্ডের পুর্ব সিংভূম জেলার রুরাল এসপি অনুরঞ্জন কিসপোতা।জানা গেছে, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় প্রায় ন’টি মামলা রয়েছে ভীমের বিরুদ্ধে।এছাড়াও এই রাজ্যের বেলপাহাড়ি থানা এলাকার তিনটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে।রয়েছে কয়েকটি খুন এবং থানায় হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এই প্রথম দুই রাজ্যের দুটি জেলার এসপি-র উপস্থিতিতে আত্মসমর্পণ হল কোনও মাওবাদীর।ছবি-রামপ্রসাদ সাউ

Published on: ডিসে ২৬, ২০১৭ @ ১৯:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

63 − = 58