পানিহাটিতে দন্ড মহোৎসবঃ ৫০৬ বছর ধরে চলে আসছে এই ধারা- কি হয় এই মহোৎসবে, জানুন

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ৯, ২০২২ @ ১০:৫৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৯জুন:  উৎসব যখন মহৎ উদ্দেশ্যে সাধিত হয়, যুগ যুগ ধরে চলে আসে তখন তা আর শুধুমাত্র উৎসব থাকে না হয়ে ওঠে মহোৎসব। যেমনটা হয়েছে পানিহাটি দন্ড মহোৎসব ঘিরে। আজ থেকে ৫০৬ বছর আগে বিশাল সমারোহে শুরু হয়েছিল এই মহোৎসব। হুগলির এক জমিদারকে দন্ড দিয়েছিলেন শ্রীশ্রী নিত্যানন্দ প্রভু। ভক্তদের চিড়া-দধি খাওয়ানোর দন্ড। সেই থেকে এটি দন্ড মহোৎসবের আকার নেয়।যা এবছর ১২ জুন পানিহাটিতে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা বিশ্বে ইসকনের সমস্ত কেন্দ্রেই এই মহোৎসব মহাসমারোহে পালিত হয়।

এই মহোৎসবের সঙ্গে জড়িয়ে আছে এক অসাধারণ কাহিনি। কেন সেই জমিদার এমন দন্ড পেয়েছিলেন। তাহলে শুনুন সেই কাহিনি-

হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরের জমিদার ছিলেন গোবর্ধন মজুমদার। তার মাসিক আয় ছিল বিশ লক্ষ স্বর্ণ মুদ্রা। তার একমাত্র পুত্র ছিলেন শ্রীচৈতন্যপার্ষদ রঘুনাথ দাস। সেই অপরাধ ধরে ফেলেছিলেন শ্রীশ্রী নিত্যানন্দ প্রভু। রঘুনাথ শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার প্রয়াস করেছিলেন।এটাই ছিল তার অপরাধ। এজন্য শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দন্ড(শাস্তি) দিয়েছিলেন। দন্ডটি ছিল শ্রীশ্রীনিত্যানন্দ-গৌরাঙ্গের ভক্তদের চিড়া-দধি খাওয়ানো।

আজ থেকে ৫০৬ বছর পূর্বে বিশাল সমারোহে রঘুনাথ চিড়া-দধি মহোৎসবের আয়োজন করেছিলেন। তিনি সেদিন লক্ষ লক্ষ ভক্তদের চিড়া-দধি প্রসাদ বিতরণ করেছিলেন। সেই প্রথা আজও সমানভাবে চলে আসছে।

নিত্যানন্দ প্রভুর আহ্বানে…

শোনা যায়, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীবেশে পুরীধামে অবস্থান করছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভুর আহ্বানে এক অপ্রাকৃত মহোৎসবে তাঁর দিব্য স্বরূপে যোগদান করেছিলেন। নিত্যানন্দ প্রভুর হাত থেকে ভোগ গ্রহণ করেছিলেন। বলা হয়ে থাকে,

কয়েকজন পার্ষদ ছাড়া শ্রীচৈতন্য মহাপ্রভুর এই দিব্যলীলা অন্যরা দর্শনের সৌভাগ্য লাভ করতে পারেনি।

সবচেয়ে বড় দন্ড মহোৎসব উদযাপিত হয় আমেরিকার আটলান্টা শহরে

ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এই কাহিনির কথা জানিয়ে বলেন- সেই ঐতিহ্য স্মরণ করে গ্রীষ্মের প্রচন্ড দাব্দাহে গঙ্গাতটে, বিশাল বটবৃক্ষের স্নিগ্ধ সুশীতল ছায়ায় আজও এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এই উৎসব স্তিমিত করে দেয় হিংসা-দ্বেষ এর বাতাবরণকে। আবদ্ধ করে দেয় শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম-শৃঙ্খলে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষের মিলন ক্ষেত্র মিলন মেলা এই উৎসব। আজ সারা বিশ্বে ইসকনের প্রতিটি কেন্দ্রে এই “পানিহাটি মহোৎসব” মহাসমারোহে উদযাপিত হয়। সবচেয়ে বড় দন্ড মহোৎসব উদযাপিত হয় আমেরিকার আটলান্টা শহরে। শ্রীধাম মায়াপুরে পতিত পাবনী গঙ্গা মন্দিরে মহাসমারোহে ধর্মীয় যথাযথ মর্যাদার সঙ্গে এই উৎসব পালন করা হয়। ইসকন পানিহাটি শ্রীশ্রী গৌর-নিতাই মন্দিরে ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত টানা পাঁচ দিন ধরে পালিত হবে চিড়া-দধি মহোৎসব।

Published on: জুন ৯, ২০২২ @ ১০:৫৩


শেয়ার করুন