গঙ্গাসাগর মেলায় এবারও তীর্থযাত্রীদের সেবায় হাজির থাকছে ইসকন মায়াপুর

Main কোভিড-১৯ দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৯, ২০২২ @ ২১:১৭

এসপিটি নিউজ, কলকাতা, ৯ জানুয়ারি:  কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। মেলায় নজরদারি রাখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে মেলায় যোগ দিতে শুরু করেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।মায়াপুর ইসকন প্রতিবারের মতো গঙ্গাসাগর মেলায় তাদের সেবা শিবির চালু করছে।শিবির শুরু হচ্ছে আগামিকাল ১০ জানুয়ারি। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এখবর জানিয়েছেন।

ইসকন মায়াপুর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রতি বছরের ন্যায় এবছরও মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগর মেলায়, ইসকন গঙ্গাসাগর শাখা কেন্দ্র দ্বারা তীর্থযাত্রীদের জন্য সেবা শিবির তৈরি করা হয়েছে। শিবির হবে গঙ্গাসাগর মেলায় ৫ নম্বর রাস্তায় হ্যালিপ্যাডের নিকটে কে-২ বাস টার্মিনালের বিপরীতে। ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সাত দিন ধরে চলবে এই সেবা শিবির।

ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন যে এবছর তীর্থাযত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণ, চিকিৎসা শিবির ও কম্বল বিতরণ্, গীতা দান ইত্যাদি পরিষেবা দেওয়া হবে। কোভিড বিধি মেনে ১৫০ জন স্বেচ্ছাসেবক এই শিবিরে নিরলসভাবে সেবায় নিযুক্ত থাকবেন।

Published on: জানু ৯, ২০২২ @ ২১:১৭


শেয়ার করুন