ঝাড়গ্রামে তৃণমূল কর্মী খুনে ধৃত সিপিএম নেতার আটদিনের পুলিশি হেফাজত

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-বাপন ঘোষ

Published on: আগ ২৯, ২০১৮ @ ২২:৫৮

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৯ আগস্টঃ মঙ্গলবারই খুন হয় ঝাড়গ্রামের তৃণমূল কর্মী চন্দন ষড়ংগী। এই খুনের ঘটনায় পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করেছিল দুবড়া হাইস্কুলের অশিক্ষক কর্মী তাপস মল্লিককে। আজ বুধবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালতের ভারপ্রাপ্ত বিচারক ধৃত তাপস মল্লিককে আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

জানা গেছে, ২০০২ সালে খুন হওয়া চন্দনের বাবার হত্যাকান্ডেও যুক্ত ছিল ধৃত তাপস মল্লিক।মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থানার দরখুলি গ্রামের ধান জমি থেকে চন্দনের ক্ষত-বিক্ষত দেহ ও তাঁর মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। এরপর জামবনী থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হত্যাকান্ড ঘটিয়েছে।

পুলিশ তদন্তে নেমে ওইদিনই দুবড়া হাইস্কুলের অশিক্ষক কর্মী তাপস মল্লিককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৬৪ ধারায় অপহরণ, ৩০২ ধারায় খুন, ২০১ ধারায় প্রমাণ লোপাট, ১২০/বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র করার মামলা রুজু করা হয়।

Published on: আগ ২৯, ২০১৮ @ ২২:৫৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 73 = 77