পর্যটনে ফের স্বমহিমায় জম্মু ও কাশ্মীর, সফরে গিয়ে দেখলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি

কোভিড-১৯ দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: সেপ্টে ৩০, ২০২১ @ ২১:৩০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা ও শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর:  কোভিড মহামারীর পর ফের মাথা তুলে দাঁড়িয়েছে পর্যটন শিল্প। ইতিমধ্যে দেশের অন্যনায় রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর পর্যটনে বেশ আশা জাগিয়েছে। ইতিমধ্যে সারা দেশে পর্যটক টানার ক্ষেত্রে তারা বেশ সাড়া ফেলে দিয়েছে। ৩৭০ ধারা বিলোপ করার পর থেকে জম্মু ও কাশ্মীরে উন্নয়নে গতি এসেছে। সেই মতো পর্যটনে যাতে আরও বেশি তারা এগিয়ে যায় সেজন্য কেন্দ্রীয় পর্যটনমন্ত্রক চিন্তাভাবনা করছে। আজ কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি জম্মু ও কাশ্মীরে পরিদর্শনে এসেছেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে আলোচনাও করেছেন পর্যটন বিষয়ে।

কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে পৌঁছন। সেখানে তিনি বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। ঘুরে দেখেন কাশ্মীর উপত্যকার বেশ কিছু জায়গা। তিনি কাশ্মীরে দ্য গলফ ক্লাবে যান। সেখানে একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা করেন। গলফ-এ প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন। এই গলফ কেন্দ্রটি পর্যটকদের জন্য একটি প্রিয় গলফিং স্পট এবং সারা বিশ্বের গলফারদের জন্য পরিচিত।

এদিন পর্যটনমন্ত্রী রাজভবনে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে্ সাক্ষাৎ করেন।এক ট্যুইট বার্তায় তিনি লিখেছেন- সেখানে আমরা জম্মু ও কাশ্মীরের উন্নয়ন নিয়ে আলোচনা করেছি যা মহামারী পরবর্তী বিশ্বে পর্যটন এবং অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়নে ইউটি দ্বারা নেওয়া যেতে পারে। পাশাপাশি এদিন মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি এবং সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আলাপচারিতা করেন, এই অঞ্চলে চলমান বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের খোঁজ-খবরও নেন।তিনি বলেন- নরেন্দ্র মোদি সরকার, জম্মু ও কাশ্মীর অগ্রগতি করছে এবং সক্রিয়ভাবে জাতি গঠনে অবদান রাখছে।

উন্নয়নমূলক আলোচনার পাশপাশি এদিন কেন্রীয় পর্যটনমন্ত্রী “শ্রীনগরের ক্রাউন”, মূর্তিমান শালিমার বাগ (মুঘল গার্ডেন) পরিদর্শন করেছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক কাশ্মীর ভ্রমণে বেড়িয়ে পড়েছেন। পর্যটকদের অনেকেই বলতে শুরু করেছেন- আমরা ফের স্বমহিমায় কাশ্মীরকে দেখতে পাচ্ছি। কাশ্মীরে এখন ভরা পর্যটক মরশুম চলছে। রোদ ঝলমলে আবহাওয়ায় পর্যটকরা মনের আনন্দে ভ্রমণের স্বাদ নিচ্ছেন।

Published on: সেপ্টে ৩০, ২০২১ @ ২১:৩০


শেয়ার করুন