কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Main আবহাওয়া ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৩০, ২০২১ @ ১৮:০২

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ সেপ্টেম্বর:  নিম্নচাপ এলাকাটি এখন উত্তর ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন বিহারের উপর অবস্থিত এবং সংশ্লিষ্ট ঘূর্ণিঝড়ের সঞ্চালন সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগামীকাল, ১ অক্টোবর, ২০২১ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্পেশাল বুলেটিনে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

গত ২৪ ঘণ্টায় আজ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর, ২০২১ সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত (সেন্টিমিটার) রেকর্ড করা হয়েছেঃ আসানসোল-৪৩; লুছিপুর-৪১; বাঁকুড়া-৩৫; খরিদ্বার-২২; দুর্গাপুর-২০; তুসুমা-১৯; পুরুলিয়া-১৭; সিমুলিয়া, কংসাবতী-১৪; ফুলবেড়িয়া-১১; পুরিহাংসা-৯; রাজনগর, পানাগড়, হেতমপুর, তাঁতলুই, বার্নপুর-৮; সিউড়ি-৭।

পূর্বাভাস

দক্ষিণবঙ্গঃ বৃষ্টি অথবা বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা আছে আজ ৩০ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গঃ বৃষ্টি অথবা বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা আছে আগামিকাল ১ অক্টোবর বেশ কিছু এলাকায় এবং ২ অক্টোবর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।

ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গ: ৩০ সেপ্টেম্বরঃ কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের দু’টি জেলা পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। এখানে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি(৭-২০ সেমি)-র সম্ভাবনা আছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এখানে ভারী বৃষ্টি(৭-১১সেমি)-র সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গ: ১ অক্টোবরঃ হলুদ সতর্কতা জারতি করা হয়েছে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এখানে বৃষ্টি(৭-১১সেমি)-র সম্ভাবনা আছে।

২ অক্টোবরঃ কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এখানে ভারী থেকে অতি ভারী বৃশটি(৭-২০সেমি)-র সম্ভাবনা আছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। এখানে ভারী বৃষ্টি(৭-১১সেমি)-র সম্ভাবনা আছে।

৩ অক্টোবরঃ কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি(৭-২০সেমি)-র সম্ভাবনা আছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। এখানে ভারী বৃষ্টি(৭-১১ সেমি)-র সম্ভাবনা আছে।

Published on: সেপ্টে ৩০, ২০২১ @ ১৮:০২


শেয়ার করুন