তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করে মেদিনীপুরে প্রার্থী দিলীপ ঘোষকে জেতাতে হবে-বললেন বিজেপি নেতারা

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা- বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ২৫, ২০১৯ @ ২১:৩৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৫ এপ্রিলঃ এবারের লোকসভা ভোট যে সব দলের কাছেই কঠিন সেটা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে আরও বেশি করে। এখানে এবার চতুর্মুখী লড়াই হতে চলেছে সব কটি কেন্দ্রে। কোনও দলের মধ্যেই জোট না হওয়ায় এবার এই চিত্র ফুটে উঠেছে। এর মধ্যে দাঁড়িয়েও বিজেপি নেতারা তাদের সাংগঠনিক শক্তি দিয়ে সাফল্য পেতে চেষতা চালাচ্ছেন। রাজ্যে যে কটি কেন্দ্র নিয়ে বিজেপি আশাবাদী তার মধ্যে অবশ্যই আছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র। আর একাহ্নেই প্রার্থী তাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে জেতাতে দলের সমস্ত স্তর থেকে কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

তৃণমূলের বিরুদ্ধে কর্মীদের আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিজেপির

1) আজ বৃহস্পতিবার মেদিনীপুরে এক পথসভায় বিজেপি নেতারা কর্মীদের উদ্দেশ্যে বলেন- আপনারা সতর্ক থাকবেন। তৃণমূলের সব রকমের সন্ত্রাসের মোকাবিলা করে দলের প্রার্থী দিলীপ ঘোষের জয়ের পথ মসৃণ করতে হবে।

2) এই পথসভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা দেবাশীষ বেহেরা, অভীক চক্রবর্তী, পবিত্র বেহেরা প্রমুখ। অভীক চক্রবর্তী বলেন-“আগামী ১২ই মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোট। দল প্রার্থী করেছে আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। দ্বিতীয়বার নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য মেদিনীপুর কেন্দ্রে আমাদের প্রার্থী দিলীপ ঘোষকে বিপুল ভোটে জেতাতে সকল কর্মীকে আরও বেশি ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তৃণমূলের সন্ত্রাস মোকাবিলা করার জন্য তিনি দলের কর্মীদের আহ্বান জানান।” একই সঙ্গে তিন গত পাঁচ বছরে মোদি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।

তৃণমুলের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন-“তৃণমূলের হুমকি ও সন্ত্রাস সত্ত্বেও মানুষ আজ দলে দলে বিজেপিতে সামিল হচ্ছে, যা দেখে তৃণমূল ভয় পেয়ে গেছে।” ‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূলকে পরাস্ত করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুর ভটে জয়ি করার আহ্বান জানান তিনি।

‘তৃণমূল নেতারা উন্নয়নের টাকা চুরি করেছে’-অভিযোগ বিজেপি নেতার

3) বিজেপির আর এক নেতা দেবাশীষ বেহেরা তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে বলেন- “মানুষের কোনও উন্নয়ন না করে তৃণমূল নেতারা উন্নয়নের টাকা চুরি করেছে। তাই তৃণমূলকে আপনারা ভোট দেবেন না।” এরপর তিনি দিলীপ ঘোষ্কে কেন ভোট দবেনে সেটা ব্যাখ্যা করতে গিয়ে এই বিজেপি নেতা বলেন-“কাজের মানুষ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একমাত্র তিনি পারবেন লোকসভায় দাঁড়িয়ে মেদিনীপুরের কথা তুলে ধরতে। তাই তাঁকেই আপনারা ভোট দিয়ে জয়ী করুন।”

Published on: এপ্রি ২৫, ২০১৯ @ ২১:৩৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

65 + = 71