পুরীর মতো এবার দিঘাতেও করতে পারবেন জগন্নাথ দর্শন, সুযোগ করে দিচ্ছেন মমতা, হতে চলেছে এক নয়া তীর্থস্থান

Main ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৬, ২০১৮ @ ২৩:৪৮

এসপিটি নিউজ, দিঘা, ৬ ডিসেম্বরঃ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দিঘার উন্নয়নে জোর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী দুই মাসের মধ্যে এখানে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার চালু হয়ে যাবে-এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সেকথা জানিয়েও দেন।এর পাশাপাশি দিঘায় জগন্নাথ ঘাটকে ঘিরে নয়া পর্যটন কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দেন পর্যটন দফতরকে।

এতদিন শুধু পুরীতে গিয়ে সমুদ্র আর জগন্নাথ দর্শনের সুযোগ পেতেন যে বাঙালি তাদের এবার পুরী ভ্রমণের স্বাদ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় এলে তারা এবার জগন্নাথ দর্শনের সুযোগও পাবেন। আর তা হবে পুরনো দিঘাতে সমুদ্রের ধারে জগন্নাথ মন্দিরে। এখন সেটি ছোট আকারের থাকলেও সেটিকে এবার বড় করে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্দির সম্পূর্ণ হয়ে গেলেই পুরী ভ্রমণের স্বাদ দিঘায় এসেই পেয়ে যাবেন জগন্নাথ ভক্তরা।

মুখ্যমন্ত্রী এদিন বৈঠকের শুরুতে এই বিষয়টির প্রতি আলোকপাত করে বলেন- “শুনেছি এখানে একটা জগন্নাথ ঘাট আছে। পুরীতে লোকে যেমন জগন্নাথ দর্শন করতে যান- সেখানে গিয়ে যেমন সমুদ্র দেখে, রথ দেখে কলাও বেঁচে আবার জগন্নাথ দেবকে পুজোও দেন। ওই একটা জড়িয়ে আছে তীর্থস্থানে। এখানে যে জগন্নাথ ঘাট আছে সেখানেও শুনেছি একটা জগন্নাথের মন্দিরও আছে। সেটা বড় করে গরে তুলুন। গোটা এলাকার বিউটিফিকেশন করুন। আমি পর্যটন দফতরকে বলব-জগন্নাথ ঘাটটি ভাল করে বাঁধিয়ে দিন।পর্যটন কেন্দ্র হিসেবে গরে তুলুন।”

এই স্থানটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এদিন মুখ্যমন্ত্রী সাংসদ শিশির অধিকারী, মন্ত্রী শুভেন্দু অধিকারী, ডিএম মিলে বৈঠক করে একটি প্রপোজাল করে তা মন্ত্রীকে জমা দিতেও নির্দেশ দেন। আমরা চাই- পুরীর জগন্নাথ মন্দিরের মতো অত বড় না হোক সেটাকে বড় করে তৈরি করা হোক। যাতে করে এই স্থান পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।

 

Published on: ডিসে ৬, ২০১৮ @ ২৩:৪৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2