ফের শিলিগুড়ির মেয়রের দিকে তোপ পর্যটনমন্ত্রীরঃ “কিছুই কাজ করছে না”

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ২২:৩০

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২০সেপ্টেম্বরঃ বছরের পর বছর একই ছবি চলে আসছে উত্তরবঙ্গের প্রধান শহর শিলিগুড়িতে। কখনও বাম আবার কখনও ডান-সেই এক জিনিস, একে অপরের বিরুদ্ধে শুধু অভিযোগ। কয়েক দিন আগে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে পুরসভার প্রতি বঞ্চনার অভিযোগ জানিয়েছিলেন।এজন্য রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতেও ছাড়েননি। এবার ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব য়াবার শিলিগুড়ির মেয়রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বললেন,” উনি শহরবাসীরজ কাছ থেকে কর নিচ্ছেন। রাজ্যের কাছ থেকে টাকা পাচ্ছেন। অথচ কোনও কাজই করছেন না। শহরের রাস্তা পর্যন্ত মেরামত করছেন না।”

পুর অঞ্চলের উন্নয়নের খতিয়ান সহ শহরের বিভিন্ন সেতু, ফ্লাইওভার গুলির বর্তমান পরিস্থিতির জেনে নিতে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার তৃণমূলের ১৮জন কাউন্সিলরকে নিয়ে এক বৈঠক করেন মন্ত্রী গৌতম দেব। এই বৈঠকে বিরোধী কাউন্সিলারা ছাড়াও উপস্থিত ছিল পূর্ত দফতরের আধিকারিকরা। এই বৈঠকেই শিলিগুড়ির উন্নয়নের প্রশ্নে বেজায় চটেন মন্ত্রী।

তিনি বলেন, “শিলিগুড়ি পুরনিগম রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পাচ্ছে। এছাড়া পুরসভা প্রচুর ট্যাক্স আদায় করছে। অথচ শহরের অনেক রাস্তা বেহাল। কোনও উন্নয়নমূলক কাজ করছে না পুরনিগম।” তিনি আরও বলেন, “পুরসভা একটি স্বশাসিত বোর্ড হওয়ায়, তাদের অনেক কাজ করার থাকে। কিন্তু শিলিগুড়ি পুরসভা সেই অর্থে কোনো উন্নয়নমূলক কাজই করছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে শহর ও শহরতলীর বড় বড় রাস্তা, সেতু সহ বিভিন্ন কাজ করে দেওয়া হচ্ছে। এমনকি পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে রাজ্য সরকার নিজে থেকেই কিছু কাজ করে দিচ্ছে।  কিন্তু মেয়র শুধু পুরসভার বসবাসকারীদের কাছ থেকে ট্যাক্স তুলছে। সেই  টাকায় কাজ করছে না।”

সরকারের পক্ষ থেকে শিলিগুড়িতে বেশকয়েকটি কাজের পরিসংখ্যান দিয়ে পূর্ত দফতরের আধিকারিকদের সেই কাজের রূপরেখা তৈরি করার নির্দেশ দেন মন্ত্রী।

Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ২২:৩০

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 4 =