মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ ছবি আর স্লোগানে’ই প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে মহামিছিলে মানুষের ঢল শালবনীতে

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

“সিপিএমের হার্মাদরা বিজেপির জার্সি গায়ে ফের এলাকাকে অশান্ত করে তোলায় চক্রান্ত শুরু করেছে।”

“এই মহামিছিলে মহিলাদের বিশাল সংখ্যায় উপস্থিতি প্রমাণ করেছে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন।”

ছবি-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ২৫, ২০১৯ @ ২০:২৩

এসপিটি নিউজ, শালবনী, ২৫ এপ্রিল: নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যজুড়েই এই ছবি যেমন দেখা যাচ্ছে ঠিক সেই গতিতে তাল মিলিয়েছে এই লোকসভা কেন্দ্রের শালবনীও। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে শালবনীতে এক মহামিছিলে বের হয়। সেখানে যা দেখা গেল তা সত্যিই এক অভূতপূর্ব ঘোটনা। শুধুমাত্র মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ছবি আর স্লোগান’ দিয়েই জনতার ঢল নামল এই মহামিছিলে। যা দেখে তৃণমূল নেতৃত্ব স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

শালবনী ব্লক তৃণমূলের নেতৃত্বেই মহামিছিল

1) মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. মানস ভুঁইয়ার সমর্থনে এই মহামিছিল বের হয় শালবনী ব্লকে। ব্লকের সাতপাটি অঞ্চলের পাথরি থেকে শুরু হয় মহামিছিল। এরপর কলসিভাঙায় গিয়ে শেষ হয় মহামিছিল। মিছিলে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নেপাল সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুলবুল হাজরা, মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী ফুলটুসি দাস, তৃণমূল কংগ্রেস নেতা বিমল মাহাতো ও সঞ্জীবন দাস সহ আর ও অনেকে।

2) রাজ্য নেতৃত্ব ছাড়াই শুধুমাত্র নেত্রী ছবি আর স্লোগান দিয়েও যে এত বড় মিছিল করা সম্ভব তা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিলেন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মিছিলে স্লোগান ছিল- ‘বদলে দিন বদলে দিন বিজেপিকে বদলে দিন’, ‘আর না আর না বিজেপি আর না’, ‘নরেন্দ্র মোদি আর না’, ‘দিল্লিতে এবার সরকার গড়ছে কে- তৃণমূল কংগ্রেস আবার কে’।মা-মাটি-মানুষ জিন্দাবাদ, ‘মমতা ব্যান্যার্জি জিন্দাবাদ’, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’।

উন্নয়নের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা হয়েছে- বললেন তৃণমূল নেতৃত্ব

3) এদিনের এই মহামিছিল যেসব এলাকা দিয়ে গিয়েছে সেখানেই মানুষ হাত নেড়ে সমর্থন জানিয়েছে-এই ছবি দেখা গিয়েছে। মহামিছিল থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. মানস ভুইঁয়াকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। ব্লক সভাপতি নেপাল সিংহ বলেন- “এক সময় এই এলাকার মানুষ মাওবাদী আর সিপিএমের অত্যাচারের শিকার হয়েছিলেন। কিন্তু রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নের মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সিপিএমের হার্মাদরা বিজেপির জার্সি গায়ে ফের এলাকাকে অশান্ত করে তোলায় চক্রান্ত শুরু করেছে। তাই আপনারা এলাকায় শান্তি আর উন্নয়ন অব্যাহত রাখতে মানস ভুঁইয়াকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করুন।

4) মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী ফুলটুসি দাস মহামিছিলের সাফল্য দাবি করে বলেন-“এই মহামিছিলে মহিলাদের বিশাল সংখ্যায় উপস্থিতি প্রমাণ করেছে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন।মানুষ এবারের ভোটে সাম্প্রদায়িক বিজেপিকে প্রত্যাখ্যান করবে।” একই সঙ্গে এলাকাবাসীর কাছে আবেদন রাখেন- “আপনারা জোড়া ফুলে মানস ভুঁইয়াকে ভোট দিয়ে নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে সমর্থন করুন।”

Published on: এপ্রি ২৫, ২০১৯ @ ২০:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

65 − 61 =