তিনটি রাফেল নিয়ে ভারতীয় বায়ু সেনার চতুর্থ ব্যাচ পৌঁছলো দেশে

Main দেশ প্রতিরক্ষা বিদেশ বিমান
শেয়ার করুন

Published on: মার্চ ৩১, ২০২১ @ ২৩:৪৯

এসপিটি নিউজ:  ইতিপূর্বে ভারতে এসে গেছে রাফেলের তিনটি ব্যাচ। এবার পৌঁছলো চতুর্থ ব্যাচ। ভারতীয় বায়ু সেনা এক ট্যুইট করে সেকথা জানিয়েছে। আর এই যুদ্ধ বিমান ভারতে পৌঁছনোর ক্ষেত্রে সংযুক্ত আমির এমিরেত যেভাবে সাহায্য করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে ভারতীয় বায়ু সেনা।

ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে রাফেল বিমাঙ্গুলি ভারতে পৌঁছনোর আগে সংযুক্ত আমির এমেইরেতে তা অবতরন করেছিল। সেখানে বিমানগুলিতে সেখানকার বিমানবাহিনীর ট্যাংকাররা পুনরায় রিফিউলিং করে দেয়। যা দু’দেশের বিমান বাহিনীর মধ্যে দৃঢ় সম্পর্কের মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।

অবশেষে ভারতীয় বায়ুসেনার চতুর্থ ব্যাচটি রাফেল বিমান সমত ভারতের মাটিতে অবরন করে। ভারতের হাতে রাফেল বিমান চলে আসায় এই মুহূর্তে আকাশ পথে সামরিক দিক থেকে ভারত এখন অন্যতম শক্তিধর দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

Published on: মার্চ ৩১, ২০২১ @ ২৩:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 − = 19