দ্বিতীয় দফায় নানা ঘটনায় সরগরম ভোটপর্ব

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১, ২০২১ @ ১৮:৫০

এসপিটি নিউজঃ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট হয়ে গেল। মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এদিন সকাল থেকে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একাধিক কেন্দ্রে বিক্ষিপ্ত কয়েকটি গণ্ডগোলের খবর পাওয়া যায়। তবে সব থেকে বেশি নজর ছিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম কেন্দ্রের দিকে।

এক ঝলকে দেখে নেওয়া যাক এদিন সকাল থেকে কোথায় কি ঘটলো।

  • কেশপুর হরিহর চকে দাদপুর গ্রামে মৃত্যু তৃণমূল কর্মীর।মৃতের নাম উত্তম দলুই। বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপি র বিরুদ্ধে।
  • ১৪৮ নম্বর বুথ মেশিন খারাপ হওয়ার জন্য ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।
  • কেশপুরের উচাহার গ্রামে ১৯৫ নম্বর বুথে ইভিএম খারাপ হয়।
  • কেশপুরের দাদপুর গ্রামের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ।
  • কেশপুরে খুনের ঘটনায় ৮ জন গ্রেফতার।
  • কেশপুর ১২ নম্বর অঞ্চলের পানিহাটে বিজেপি তৃণমূল গন্ডগোল।
  • সবং-এ তৃণমূল কর্মীর মাথা ফেটেছে।
  • সারতা পাঁচ নম্বর অঞ্চলের ৮৯ নম্বর সারতা হাই স্কুল বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার জন্য ভোট শুরু হতে দেরী হয়।অন্যান্য বুথে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়!
  • সবং থানার ১৩৩নং বুথে পরশুরামপুর(জিপি-৮ সবং)ইভিএম মেশিন খারাপের কারনে ভোট গ্রহণ শুরু হতে দেরী হয়।বাকি বুথ গুলিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ চলে।
  • উচিতপুর (২৬৯)বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় ভোট গ্রহণ বন্ধ থাকে। প্রথম থেকে বুরাল হাট প্রাইমারি (২৭৬)স্কুলে ইভিএম বন্ধ ছিল, তবে ৭টা ৪০ মিনিট নাগাদ ফের শুরু হয়।
  • সবং এর বিষ্ণুপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন দুই জন । আহতরা তাদের কর্মী বলে দাবি করে তৃণমূল কংগ্রেস। মাথায় আঘাত লেগেছে।  ঘটনার জেরে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।তাদের সমর্থকদের মোটর সাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিজেপির।
  • কেশপুর বিধানসভার ২২১নম্বর বুথ পানিয়াট এলাকায় শূন্যে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় আতঙ্ক তৈরি করতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।
  • নন্দীগ্রামে বয়াল-২ বুথে এদিন দুপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। তাঁর কাছে অভিযোগ ছিল, সেখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তিনি সেখানে গিয়ে প্রায় দু’ঘণ্টা ছিলেন। পরে নির্বাচন আধিকারিকদের সঙ্গে কথা বলে আস্বস্ত হওয়ার পর তিনি সেখা থেকে বের হন।
  • এরপর ওই একই বুথে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি অবশ্য তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনে। যদিও বিজেপি প্রার্থী জানিয়েছেন নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। এত ভালো ভোট এর আগে হয়নি।

Published on: এপ্রি ১, ২০২১ @ ১৮:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

93 − 88 =