ডেবরায় আক্রান্ত তৃণমূল, বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল

Published on: অক্টো ২৫, ২০১৮ @ ২৩:১২

এসপিটি নিউজ, ডেবরা, ২৫ অক্টোবরঃ চলছিল দলের কর্মীসভা। আচমকা সেখানে হামলা। আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ডেবরায় এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস বিজেপির কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনায় প্রকাশ, গত পঞ্চায়েত নির্বাচনে ডেবরা ২ নম্বর ব্লকের ভরতপুর অঞ্চলের আইমা মধুয়া গ্রামে বিজেপি প্রার্থী শক্তিপদ মুর্মু তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হন। এরপর থেকে বিজেপি হুমকি দিতে থাকে বলে তৃণমূল অভিযোগ করে আসছিল। এদিন যখন স্থানীয় তৃণমূল কর্মী স্বপন টুডুর বাড়িতে তৃণমূল কংগ্রেসের বুথ কর্মীদের নিয়ে কর্মীসভা চলছিল সেই সময় সেখানে বেশ কয়েকজন বিজেপি কর্মী ঢুকে পড়ে বলে অভিযোগ। এরপর তারা লাঠি-রড নিয়ে হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতর আহত হন।খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ কর অভিযোগ করেন, শান্ত ডেবরাকে অশান্ত করে তোলার জন্য বিজেপি তৃণমূলের কর্মীসভায় হামলা চালিয়েছে। তৃণমূলের পক্ষ থকে ডেবরা থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

Published on: অক্টো ২৫, ২০১৮ @ ২৩:১২

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 1