জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে দাঁতালের মুখোমুখি, শুঁড়ে পেচিয়ে আছাড় মারতেই প্রাণ গেল তরুণীর

Main বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: ফেব্রু ১৭, ২০১৯ @ ২৩:৪১

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১৭ ফেব্রুয়ারিঃ পেটের তাগিদে জঙ্গলে যাওয়া। কিন্তু সেখানে যে এমন বিপদ লুকিয়ে ছিল তা বোধ হয় কল্পনাও করেননি লালগড়ের বছর আঠাশের তরুণীর।দাঁতালের নির্মম আক্রমণে প্রাণটাই চলে গেল তাঁর। শুঁড়ে পেচিয়ে হাতি মারল এক আছাড়। সেখানেঈ মৃত্যু হয় মমতা চালক নামে ওই তরুণীর। এই ঘটায় আবারও সামনে চলে এল বন দফতরের অপদার্থতা। এই নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে হাতির হানায় দু’জনের প্রাণ গেল।

জানা গেছে, ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার লালোগড় থানার রামগড় পুলিশ ফাঁড়ির অন্তর্গত ডুমুরগেড়িয়ার জঙ্গলে। স্থানীয় বাসিন্দারা জানায়, রোজকার মতো এদিনও মমতা চালক নামে ওই তরুণী অন্যান্য মহিলাদের সঙ্গে ওই জঙ্গলের ভিতর পাতা কুড়োতে গেছিলেন। যে যার মতো করে পাতা কুড়োচ্ছিলেন। কিন্তু এক সময় মমতা চালক আচমকা একটু অন্য দিকে চলে যান নিজের অজান্তেই। আর সেইসময় তিনি গিয়ে পড়েন একেবারে যমরূপী দুই প্রকান্ড দাঁতালের সামনে। ভ্যাবাচাকা খেয়ে যান। কী করবেন বুঝে ওঠার আগেই একটি দাঁতাল মমতা চালককে শুঁড়ে পেচিয়ে ফেলেন। বাঁচার জন্য চিৎকার করতে থাকেন ওই তরুণী। অন্য সঙ্গী মহিলারা ছুটে এসে দেখেন হাতির শুঁড়ে বন্দি হয়ে গেছে মমতা। ভয় পেয়ে বাকি সব মহিলা সঙ্গীরা মমতা চালককে জঙ্গলের ভিতর বিপদের মুখে ফেলে রেখেই পালিয়ে যায়। হাতিও আর দেরী না করে ওই তরুণীকে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মারা যায় সেই তরুণী।

পরে বন দফতরের কর্মীরা যখন সেখানে আসেন তখন সব শেষ। জঙ্গলের ভিতর আলুথালু অবস্থায় পড়ে আছে ওই তরুণীর নিথর দেহ। চলতি মাসেই নয়াগ্রামেও হাতির হামলায় দুইজনের মৃত্যু হয়েছিল। ফলে এই নিয়ে হাতির হানায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল তিন। বন দফতর অবশ্য তাদের রুটিন কাজ সেরে ফেলেছে। অর্থাৎ হাতির হানায় ম্ররত্যু হওয়া তরুনী মমতা চালকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে। এভাবে যে আর কত গ্রাম্বাসী হাতির হানার শিকার হবে সেই আশঙ্কায় দিন গুনছে গোটা ঝাড়গ্রাম জেলার মানুষ।

ঝাড়্গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও হাতির হামলার শিকার হয়েছে এক যুবক। প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই যুবক রবিবার বিকেলে বাড়ির পাশের জঙ্গলে গেছিল। আর সেইসময় একটি দাঁতাল এসে শুঁড় দিয়ে পেছিয়ে প্রশান্ত মাহাতো নামে ওই যুবককে আছাড় মারে। এরপর পেটে দাঁত ঢুকিয়ে দেয়। প্রশান্তর আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক।এই ঘটনাটি ঘটে গোয়ালতোড় থানার কাঁকড়াশোল জঙ্গলে। গ্রামবাসীদের দাবি, ওই জঙ্গলে বেশ কয়েকটি হাতি ঘাঁটি গেড়ে আছে।

Published on: ফেব্রু ১৭, ২০১৯ @ ২৩:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 + = 37