ইসকন মায়াপুরে ২৩ সেপ্টেম্বর মহাসমারোহে পালিত হবে রাধাষ্টমী মহোৎসব

দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৯, ২০২৩ at ১৭:১৩

এসপিটি নিউজ, কলকাতা, ২০ সেপ্টেম্বর: শনিবার ২৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে  মহাসমারোহে ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বজুড়ে বিভিন্ন শাখাকেন্দ্রে পালিত হবে রাধাষ্টমী মহোৎসব। শ্রীমতি রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব (রাধাষ্টমী) যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতি মেনে জাঁকজমক সহকারে পালন করা হবে। প্রস্তুতি একেবারে চূড়ান্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও বহু ভক্তরা আসতে শুরু করেছে। ফুল ও আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে মন্দির প্রাঙ্গন।নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

রাধাষ্টমী সম্পর্কে কিছু কথা

ইসকন, শ্রীমায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। পাশপাশি তিনি রাধাষ্টমী সম্পর্কেও বলেছেন কিছু কথা। সেখানে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে – “রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন। দুই-এ এক, একে দুই, দুইজনেই সমান। যেমন দুধ এবং ধবলত্ব, অগ্নি এবং তার দাহিকা শক্তি, শক্তি এবং শক্তিমান অভেদ করা যায় না তেমনই রাধা কৃষ্ণ এক আত্মা, দুই তনু ধারী। ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন লীলা বিলাসের জন্য। যেমন ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র লীলাসঙ্গিনী রূপে সীতাদেবীকে নিয়ে আবির্ভূত হয়েছিলান। ঠিক তেমনই দ্বাপরে পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধারানীকে নিয়ে অবতীর্ণ হয়েছিলান।”

কবে কখন জন্ম হয়েছিল শ্রীমতি রাধারানীর

ত্রিতাপদগ্ধ দুঃখ জ্বালায় জর্জরিত জীবের নিজ স্বরূপ ভ্রষ্ট জীবসমূহকে পরম অমৃতময় পথের সন্ধান দিতে শ্রীমতি রাধারানী ভাদ্রমাসের শুক্লাষ্টমী তিথিতে সোমবার মধ্যাহ্নকালে রাভেল নামক গ্রামে বৃষভানু রাজার গৃহে কীর্তিদা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলান। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর অহৈতকি ভালোবাসা তাঁর প্রতি যে আকর্ষণ সেটি ছিল বিশুদ্ধ প্রেম। এই বিশুদ্ধ প্রেমের কণামাত্র মানবকুল গ্রহণ করতে সক্ষম হলে ত্রিলোক ধন্য হবে। এমনটা মনে করে ইসকন।

Published on: সেপ্টে ১৯, ২০২৩ at ১৭:১৩


শেয়ার করুন